Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

রূ প ক  চ ট্টো পা ধ্যা য়

মে দিবস 

বমি থেকে একদিন ঘেন্নার জন্ম হয়েছিল,

আর বদ পুরুষের নোখর থেকে

আলজেরিয়ার, সোমালিয়া, সুদান!

 

ঈশ্বর এখানেই থেমে থাকেননি

সমুদ্র মাখা শতছিন্ন গেঞ্জির ভেতর 

লৌহটান পেশির খাঁজে খাঁজে শ্রম দিয়ে

বললেন— যাও তুমি শ্রমিক হও!

অথচ কী আশ্চর্য 

কিছু মুখচোরা পুরুষ 

তখনও শুধুই প্রেমিক হতে চেয়েছিল!

 

সংসার

নিজের শবদেহই তো কিনে নিয়েছি তোমার কাছ থেকে।

অথচ এক পয়সা কানাকড়ি ছাড় দিলে না।

 

প্রান্তিকায় কুসুম আভাস, মৃদু চন্দ্রপাতে রামধনু, 

রেশম নরম বাতাসের আগে কুহু বিগলিত বেলায়

এমন শবদেহ নিয়ে কত কত জন্ম স্বাদে

বেঁধেছি ঘর। তুমি জানতেও চাওনি!

 

শুধুই বানিজ্যিক আঙুলের টানে

শবদেহ টেনে টেনে তুলে গেলে তুমুল মতান্তরের

মেঘমল্লার!

আরও পড়ুন...