ক বি তা
বমি থেকে একদিন ঘেন্নার জন্ম হয়েছিল,
আর বদ পুরুষের নোখর থেকে
আলজেরিয়ার, সোমালিয়া, সুদান!
ঈশ্বর এখানেই থেমে থাকেননি
সমুদ্র মাখা শতছিন্ন গেঞ্জির ভেতর
লৌহটান পেশির খাঁজে খাঁজে শ্রম দিয়ে
বললেন— যাও তুমি শ্রমিক হও!
অথচ কী আশ্চর্য
কিছু মুখচোরা পুরুষ
তখনও শুধুই প্রেমিক হতে চেয়েছিল!
নিজের শবদেহই তো কিনে নিয়েছি তোমার কাছ থেকে।
অথচ এক পয়সা কানাকড়ি ছাড় দিলে না।
প্রান্তিকায় কুসুম আভাস, মৃদু চন্দ্রপাতে রামধনু,
রেশম নরম বাতাসের আগে কুহু বিগলিত বেলায়
এমন শবদেহ নিয়ে কত কত জন্ম স্বাদে
বেঁধেছি ঘর। তুমি জানতেও চাওনি!
শুধুই বানিজ্যিক আঙুলের টানে
শবদেহ টেনে টেনে তুলে গেলে তুমুল মতান্তরের
মেঘমল্লার!