ক বি তা
১
মুহূর্তেরা হলদে, লাল, কপিশ ফোয়ারায় খেলা করে।
একটি নরম, আর্দ্র পালক
আলগোছে
শূন্য বুকে
শিহরণ জাগায়।
২
খটখটে রোদ্দুরে উড়ে যায় রং,
খসে পড়ে দেয়াল থেকে জং ধরা ভূমধ্যসাগর।
ঘোমটায় মুখ ঢাকে অপার ব্যাকুলতা।
৩
প্রত্যাঘাতের উন্মত্ততায় ঘন চাঁদ অন্তরালে।
স্নায়ুতে আগুন
বাঁধ ভাঙে,
উদ্বেলিত অরণ্য, পাহাড়, সমুদ্র পেরিয়ে
স্তব্ধতা অসীম নির্জনে।
৪
অনর্থক সদ্যোজাত ভূমিষ্ঠ
পেরেকবিদ্ধ অতীত কাতরতা
ব্যগ্র বাহুডোরে আলিঙ্গনে উন্মুখ।
দুরন্ত রক্তবেগ ছড়িয়ে পড়ে শিরা উপশিরায়।
ভূর্জপত্রে ফোঁটা ফোঁটা স্মৃতি ঝরে পড়ে।
দিনের শেষ ছায়াটুকু ডানায় বেঁধে
বিহঙ্গের দল আলয়ে ফিরে যায়।