ক বি তা
সিল্যুয়েট থেকে ঝুলে আছে এক পৃথিবী,
বিজ্ঞাপনের রুটি যেরকম গোল
প্রতিশব্দের খোঁজে
ছাপাখানা থেকে বেড়াতে এসেছে ডট…
মুখোমুখি বসে প্রক্সি নাচায় পা
মাঝে মাঝে ভাবি কী হবে! কী হবে! হবে কি??
মদ যদি আজ দেশ ছেড়ে যায় চলে
তুমি বা কোথায় যাবে
আমি বা কোথায় যাব!
এই হ্যাংওভার নিয়ে…
হঠাৎ একটি চন্দ্রবিন্দু পেয়েছি…
সহজে, অবহেলা করা যায় না
কাঁদতে কাঁদতে হাসির ওপর বসিয়ে দিয়েছি তাকে
জলে পড়ে গেছে হাঁস
চন্দ্রবিন্দু এখন লিপ্তপদী
হাঁসেরা অযোগবাহ
তাবৎ কান্না জলচর…