Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

রূ প  ক থা

অ নু ক্তা   ঘো ষা ল

মডেল ও কবি

anukta

সাবেকি ও সুন্দর— এই হোক ফ্যাশান স্টেটমেন্ট

বিগত কয়েক বছর ধরে বিয়ের সাজে এসেছে নানা পরিবর্তন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠছেন এখনকার কনেরা। কনের সাজ মানেই খুব জমকালো হবে, এই ধারণাটিতো ভেঙেছেই। পাশাপাশি শাড়ি, গয়না, মেকআপ— সবকিছুতেই স্নিগ্ধ বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এখন।ফ্যাশন ও মেক-আপ ট্রেন্ডে নিত্যনতুন পরিবর্তন এলেও বিয়ের সাজে সেই সাবেকিয়ানার ছোঁয়া অনেকেরই পছন্দ। কনের সাজ হওয়া চাই তার ব্যক্তিত্ব অনুযায়ী, এমনই ভাবনায় বিশ্বাসী মেক-আপ অ্যান্ড স্টাইলিং এক্সপার্ট অন্বেষা মিত্র । অন্বেষা মিত্রর ম্যাজিকাল মেক ওভার আর ফ্যাশান ডিজাইনার সুকন্যা গুহর ইউনিক ব্রাইডাল কালেকশন ‘পরিণীতা’-র অনবদ্য মেলবন্ধন যেন এইদিনের ব্রাইডাল লুকে যোগ করেছিল এক অন্য মাত্রা।

বিয়ের মরশুমে একটি সুন্দর সাজ সকলেরই প্রয়োজন। কিন্তু কেমন হবে সেই সাজ। সেই সাজে কী থাকবে বনেদিয়ানার ছোঁয়া নাকি সব গতানুগতিকতা ভেঙে হবে ভিনটেজ লুক।ভাবতে হবে একদম অন্যরকম কিছু। এমনটাই বললেন মেকআপ অ্যান্ড স্টাইলিং এক্সপার্ট অন্বেষা মিত্র। তাঁর মতে গতানুগতিক জমকালো সাজের পরিবর্তে বিয়ের দিনে সাবেকি সাজকে বেছে নেওয়া যায় অনায়াসে । এখন সাবেকি সাজ খুবই জনপ্রিয়। এমনকী ফ্যাশন বিশেষজ্ঞরাও এরকমই মনে করছেন। তাই বিয়ের সময় একটু অন্যরকম সেজে যদি সকলকে তাক লাগিয়ে দিতে চান, তবে সাবেকি লুক বেছে নেওয়া যেতে পারে অনায়াসেই। সেই ক্ষেত্রে সাজও সম্পূর্ণ হবে আর গরমে কিছুটা স্বস্তিও মিলবে। আর এক্ষেত্রে সাজ তো অন্যরকম হবেই। এমনকি সবাই সেই সাজের প্রশংসাও করবেন, আর এই বিশেষ দিনটিতে আপনিও হয়ে উঠবেন অপরূপা!

শাড়ি

এক্ষেত্রে তসর বেনারসি বা স্বাদ বদল করতে কাতান সিল্ক বেনারসি বেছে নেওয়া যেতে পারে। ঢাকাই জামদানি বা হ্যান্ডলুম টাঙ্গাইল শাড়িও বেছে নিতে পারেন আপনি। এর সঙ্গে কর্সেট বা ভেলভেটের ব্লাউজ অথবা জারদৌসি হ্যান্ড ওয়ার্ক ব্লাউজ বেছে নেওয়া যেতে পারে।এর সাথে সম্পূর্ণ হাতা, থ্রি কোয়ার্টার স্লিভ বেশ মানানসই লাগবে। ব্লাউজের নেক লাইনে এবং হাতে লেস বসানো থাকতে পারে। কুঁচি দেওয়া ব্লাউজও দেখতে ভালো লাগবে। এছাড়া গ্লাস স্লিভ ব্লাউজও পরা যেতে পারে। পাফ হাতা ব্লাউজও পরা যেতে পারে। বিশপ স্লিভ ব্লাউজও ভালো লাগবে দেখতে।। ব্লাউজের হাতা ঢিলেঢালা হলেই আপনার সাজটি বাকি সবার থেকে আলাদা হবে। আর এভাবেই আপনই হয়ে উঠবেন বিয়ে বাড়ির কেন্দ্রবিন্দু।

গয়না

সাবেকি সাজে খুব ভালো মানায় সোনার গয়না।আর বিয়ের দিন সাবেকি সাজে তসর বেনারসি বা কাতান সিল্ক বেনারসির সাথে সোনার গয়নার চমক অনায়াসে নজর কাড়বে সকলের।

মেকআপ

মেকআপ করার সময় একটু সতর্ক থাকতে হবে। এই ধরনের লুকে সব থেকে বেশি মানায় ন্যুড অথবা হালকা মেকআপ। ব্লাশের ছোঁয়া ও হাইলাইটারে মেকআপ সম্পূর্ণ হয়ে উঠতে পারে। ঠোঁটে কোনও গোলাপি ন্যুড শেড লাগিয়ে নেওয়া যেতে পারে। আই মেকআপ যদি একটু গাঢ় হয়, তবে ঠোঁটে কিন্তু খুব গাঢ় রঙ ব্যবহার করা যাবে না। আবার ন্যুড শেডের লিপস্টিক ব্যবহার করলে আই মেকআপের ক্ষেত্রে স্মোকি আইজ মেকআপ ও করা যেতে পারে। মনে রাখতে হবে এখন কিন্তু এই ধরনের ন্য়ুড মেকআপ যথেষ্ট জনপ্রিয়। তাই এমন মেকআপটি ট্রেন্ডিংও হবে আবার সাজের সঙ্গেও মানানসই হবে।

হেয়ারস্টাইল

চুল বাঁধার সময় আলগা খোঁপা করা যেতে পারে। সোনা, রুপো, হাতির দাঁতের রকমারি কাঁটায় সাজানো যায় খোঁপা। ফুল ও লাগানো যেতে পারে। একদিকে সিঁথি করে খোঁপা বা ট্রেন্ডিং ‘ওয়েট হেয়ার’ স্টাইল ও তাক লাগাবে এক্ষেত্রে। আর এমন ছিমছাম সাজে আপনিই হয়ে উঠতে পারেন অনন্যা। পুরনো ঘরানাতেই নতুন করে সাজিয়ে নেওয়া যায় নিজেকে। সাবেকি ও সুন্দর, এই হোক ফ্যাশন স্টেটমেন্ট! আর এই স্টেটমেন্ট ফলো করে ব্রাইডাল লুকে আপনার ‘ফ্যাশানিস্তা’ হওয়ার তকমা কেউ আটকাতে পারবে না!

মডেল‌- অনুক্তা ঘোষাল, সুকন্যা গুহ
পোশাক- লেবেল সুকন্যা
মেকওভার- মেকআপ অ্যান্ড স্টাইলিং এক্সপার্ট অন্বেষা মিত্র

মেকআপ অ্যান্ড স্টাইলিং এক্সপার্ট অন্বেষা মিত্র

আরও পড়ুন...