ক বি তা
নিঝুম আঁধারে ঘুমিয়ে ছিল গা—
আমি ভান করেছি গান না শোনার
তুমি পারলে না।
রাতদুপুরে মাথায় রাখলে হাত,
অমনি অকস্মাৎ—
ছাদের নীচেই, ছোঁয়ার বীজে
গজিয়ে উঠল তারা।
সত্যি যারা ঘুমিয়ে ছিল, কিছু দেখল না ওরা।
শুধু আমি দেখলাম হাজার উল্কাপাত,
তুমি দেখলে চুলে ঢাকা কিছু ক্ষত।
আর কিছু পরে অযথা সূর্য এসে,
সব করে দিল আগের দিনের মতো।
অনন্ত সম্ভাবনার সামনে প্রতিদিন সকালে
দাঁড়িয়ে থাকি
অথচ প্রত্যেক ধাপে শুধু একক নির্বাচন।
প্রত্যেক ধাপে
অসীমকে ধ্বংস করে সামান্য করে আনি
নিজের প্রতিটা পদক্ষেপ
আমায় ক্ষুদ্র, আরো ক্ষুদ্রতর করে।
আমায় কল্পনা থেকে বাস্তব করে।
এইভাবে ছোট হতে হতে
আমি সামান্য ভগবান থেকে
প্রায় সম্পূর্ণ মানুষ হয়ে উঠি।