Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

অ মি ত  ম জু ম দা র

জল খাওয়া শেষ হলে

পৃথিবীর সব বিপদ কেটে যাবার পর বাঘ আর হরিণ
                                              একঘাটে জল খেতে আসে
আমাদের কাজ সকাল সকাল প্রতিটা ঘাট পরিষ্কার করে দেওয়া
ঘাটগুলো যেন ধোঁয়া ওঠা চায়ের স্টল
তারা এসে গেলেই মাটির ভাঁড়ে এগিয়ে দিই জল
জল খেতে খেতে তাদের গল্প চলতেই থাকে
এই পৃথিবীতে কোনো রাজনীতি নেই
তাদের গল্পেও উঠে আসে না সামাজিক কূটকচাল থেকে দুর্নীতির কেচ্ছা
জল খাওয়া শেষ হলে হাসতে হাসতে তারা বনের দিকে চলে যায়
পরের দিন আবার বাঘ আসে ঘাটে, সঙ্গে নতুন কোনো হরিণ।

 

চোখ

আমার শরীরে রান্নাঘর বাড়ছে। চুলোতে নিষিদ্ধ আগুন

তুমি ফুল তুলতে এলে দেবতা মুচকি হাসে আড়ালে
প্রসাদের থালা হয়ে ওঠা দু’চোখের কাঁচ ঝাপসা হয় না তবে
মুহূর্তে মুহূর্তে মেঘ জমলে নামিয়ে দেয় তুমুল রতিসুখ।

আমি গাছ না হয়েও প্রতিদিন পাতা ফোটাই বুকে
মুকুল খুলে খুলে গুনিয়ে দিই পাঁজরের ধ্বংসাবশেষ
আমার হাড় বড় ইরোটিক
মাংস থেকে বারবার তুলে নেয় অকাল যৌনতা
মাসল থেকে বেরিয়েও সেই হাত পা মিলে বানিয়ে ফেলে
যুগান্তকারী ফসল।

অতৃপ্ত বাগানে বাগানে সাজানো আমার দেহ
দেহ ত্যাগ হবার পর
রোদে শুকিয়ে একটাও কবিতা পোস্ট করেনি শরীর
অথচ আমার প্রতিটা রান্নাঘরে জ্বলেছে পটাসিয়াম চোখ।

আরও পড়ুন...