ক বি তা
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, বর্ষামাস এখন
ঝিনুক ভিজলেও ভেজে না বালি,
কোথাও জমে নেই শ্রাবণের টুকরো
রাজহাঁসের মতো চিৎকার করতে করতে
কুমারসম্ভব হতে চায় মেঘের সুনামি,
বালি স্তুপ উত্তপ্ত হয়ে আমার তোমার
মধ্যবর্তী আয়নায় রাখে তীব্র মরুভূমি
নিঃসঙ্গ দোয়েল পাখি ঝড়ের শেষে
আকাশপানি গাছের মাথায় ব্রহ্ম খুঁটে নেয়
চাওয়া পাওয়ার সন্দেহজনিত ক্ষত
ঝরা পালক হয়ে উড়ছে হৃদিপাতায়
তারপর কিছুই দেখতে পাই না আর
দোয়েলের নিরুদ্দেশ নিউজ বুলেটিনে
সারাদিন ভাসে পালকে পালকে বাতাস—
আমার দু’চোখে তার একাকীত্বের শ্বাস
ভারি হয়ে চেপে আছে মস্তিষ্কের শিরা উপশিরায়।