ক বি তা
হাতের মধ্যে থাকা সুতো।
আর ছড়িয়ে ছিটিয়ে যাওয়া সম্পর্কেরা-
আস্তে আস্তে কাছে টেনে নেব বলে জলে নামি।
জল মানে তো প্রবাহ।
নাকি শ্যাওলা কালো, টেনে নেয় অতল পাকে
কর্দমাক্ত মাছ; আর জলের নিচে মাৎস্যন্যায়
প্রবাল দ্বীপ আর হাঙরের মুখ;
তবু, ভেসে উঠবো ঠিক জানি।
কাটিয়ে উঠব সব বাধা,
জল মানে তো সই
ওপারে উঠে ঠিক ধরে নেব
ছেড়ে যাওয়া হাত।
দূরত্বের বালিয়াড়ি, অভিমানের পাহাড়
টপকে খুঁজে নেব ঝিনুকের
মধ্যে জমে যাওয়া সম্পর্ক সব;
হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের একে একে।
অনেক পেরিয়েছি চড়াই-উৎরাই
অনেক পেরিয়েছি টিলা,
এ-পাহাড় শীর্ষে পৌঁছবো বলে
পর্বতারোহীর একাগ্রতা।
এক পা এক পা করে ধাপ কেটেছি,
যত উঠেছি খাঁজে খাঁজে।
ক্রমাগত দূর থেকে দূরে সরে গেছে
মাতৃভূমির উপত্যকা
সবুজ থেকে রুক্ষ হয়েছে যে পথ
সহ আরোহীরা ঝরে গেছে যেন কবে,
শীর্ষে পৌঁছে বিজয় উল্লাসে দেখি
দুই মুঠি ভর্তি পড়ে আছে আজ
শুধু বরফ শীতলতা।