কো থা য় কী
কবিপক্ষ উপলক্ষে ‘বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে গত ৭ মে পরিষদের কলকাতার কার্যালয়ে উদযাপিত হল একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা। উপস্থিতি ছিলেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দুই কবি আসাদুজ্জামান জুয়েল ও বাদল রায় স্বাধীন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গান, আবৃত্তি, স্বরচিত গল্প ও কবিতা পাঠের পাশাপাশি ছিল ‘বিশ্ব সাহিত্যের বিস্ময় রবীন্দ্র ঠাকুর’ ও ‘সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ’ শীর্ষক দুটি আলোচনা। দুটি বিষয় নিয়েই আলোচনা করেন যথাক্রমে বাংলাদেশের দুই কবি আসাদুজ্জামান জুয়েল ও বাদল রায় স্বাধীন। আসাদুজ্জামান জুয়েল-এর বক্তব্যে শিলাইদহে রবীন্দ্রনাথের অতিবাহিত সময়ের অনেক অজানা তথ্য উঠে আসে। জানা যায় সেখানকার মানুষেরা এখনও রবীন্দ্রনাথকে কিভাবে তাদের হৃদয়ে পরম যত্নে আগলে রেখেছেন। দুটি অসাধারণ রবীন্দ্রনৃত্য পরিবেশন করে সকলকে তাক লাগিয়ে দেন প্রশান্ত সরকার।
পরবর্তীতে আবৃত্তি ও কবিতা পাঠ-এ অংশ নেন সুধাংশু রঞ্জন সাহা, রেখা রায়, উজ্জ্বল চট্টােপাধ্যায়, ব্রজেন্দ্র নাথ ধর, শিপ্রা সাধক, সুস্মিতা দাস চৌধুরী, রাজদীপ মজুমদার, মৌসুমী সরকার, মৌসুমী আদক, ডক্টর রতন ঘোষ প্রমুখ। ছোট্ট উর্বী বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রগান পরিবেশন করে আপ্লুত করে সকলকে। ‘বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ’-এর কর্নধার কবি ও লেখক দীপক বন্দােপাধ্যায় তাদের সংস্থা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক কর্মকাণ্ড নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন।