Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

পি ন্টু  পা ল

ক্লাসরুম 

দু-পা, ভেবো না এতো, ঢুকে যাও 

 

কুচিকুচি কাগজ ? 

দেওয়ালে রয়েছে কি সূত্রের সংকেত ?

 

দ্যাখো, টগবগে কোলাহল

মাঠ হতে 

উড়ন্ত ফড়িং-এর মতো ওড়ে 

 

এসো বন্ধু 

আরেকবার একসাথে 

এক 

হতে শিখি 

pujo_16_sketch2

চক 

কালো বোর্ডের নিচেই 

ছড়ানো  

গুঁড়ো গুঁড়ো অনুতাপ 

 

হয়তো কিছুক্ষণ পর 

এটুকুও উড়ে যাবে—

 

মনে হয় স্যর, তাই 

বারবার 

চক হাতে 

আমাদের থামিয়ে

বলতেন— ‘না, না, আরো একটু থাক!’

pujo_16_sketch2

ইউনিফর্ম 

রাস্তায় সাদা জামা আর নীল প্যান্ট দেখলে 

কেমন যেন করে ওঠে বুক! 

দাঁড়াই

মনে হয় কে যেন 

শুধায়— বন্ধু, কেমন আছো? 

 

দু-চোখে বিষাদশিশির ঝরে 

 

বলি— প্রাণহীন দেবদারুর মতো 

আমি শুধুই 

আজ এক কাঠ

pujo_16_sketch2

টিফিন 

যতটুকু খেতে পারি, তার চেয়ে বেশিই

দিতে চাইতো মা 

 

মনে পড়ে 

দৌড়াতে দৌড়াতে 

কলমিগাছের ডাল ভেঙে 

কান মুলে 

মা

চিৎকার করে বলত—

‘আজও টিফিন খাসনি?’

 

স্মৃতিই, হয়তো, 

মেঘের শব্দের মতো 

মাঝেমাঝে বেজে ওঠে

 

তারপর

যতবার টিফিন খুলি 

ভেসে ওঠে মা 

 

pujo_16_sketch2

আরও পড়ুন...