ক বি তা
ইদানিং চিলের চঞ্চু দিয়ে, লিখছি কলম স্বাধীনতা
লিখছি সাঁতারের মত জীবিত যুদ্ধপুরুষ
জানি তুমি অতীত পরাজিত কোনো ঘায়েল চুমুক
এসো, মুখোমুখি বসি, বিচ্ছেদ করি অসফল সন্ধির জল
এবার বলো, পাখি তুমি কতটা মুক্ত মানুষ–
প্রতিচ্ছবি দাও, গুছিয়ে রাখা পরিচারিকার চিন্তার মতো
দাও, মন্দাক্রান্তা ছন্দের মতো রিক্সাচালকের নিহিত কন্যা
হে সারথি– ছন্দপুরুষের মতো ছুটে আসুক অশ্ব
ঝোপের উঠোন থেকে ফিনকিতে ছড়িয়ে পড়ুক আলোর শব্দার্থ
হে সারথি–
ফুলসজ্জার মতো অপেক্ষারত নগর–ক্লান্ত মফঃস্বল