Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

রূ প  ক থা

অ নু ক্তা   ঘো ষা ল

মডেল ও কবি

anukta

ফ্যাশান ট্রেন্ডে ‘মিনি মি’

বাবা মায়ের সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক পরা এখন নতুন ট্রেন্ড। এর নাম ‘মিনি মি’ ফ্যাশন।ছোটবেলার আদরের কাঠের পুতুলের কথা নিশ্চয়ই সবার মনে আছে। মা পুতুলের পেটের প্যাঁচ খুলতেই ভিতর থেকে একে একে বেড়িয়ে পড়ত ছোট্ট মেয়ে বা ছেলে পুতুল।মা ও সন্তান দুজনেরই এক রঙা পোশাক। একই রকম নকশা। ‘মিনি মি ফ্যাশন’ ব্যাপারটাও এক্কেবারে সেই রকম। মা বাবার সন্তানের সাথে এই টুইনিং যেন সুপার হিট সবসময়ই। আবার কখনও বা দেখা যায় বাবা-ছেলে, মা-মেয়ে কিংবা এর উলটো কম্বিনেশনে পোশাক মিলন্তি।

মোটের উপর আসল কথা হল রং মেলানোর ছেলেমানুষির আনন্দ উপভোগ। আর তার সঙ্গে ফ্যাশন সচেতনতার বুদ্ধিদীপ্ত ইজহারও। উলটোদিকের মানুষগুলোকে বুঝিয়ে দেওয়া, ‘হ্যাঁ রে বাবা ফ্যাশন ট্রেন্ডের লেটেস্ট খবর আমরাও রাখি।’ একটা সময়ে ছানাপোনাদের পোশাক ছিল ‘অল অ্যাবাউট কমফর্ট’। পোশাক নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আরাম আর স্বাচ্ছন্দ্য। কিন্তু গত দশ বছরে বাবা-মায়েদের সেই ভাবনা অনেকটা বদলেছে। আরামের সঙ্গে ছোটদের পোশাকে এখন সমান গুরুত্ব পায় স্টাইল ও। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে এখন ছোটদের ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ‘মিনি মি ফ্যাশন’। যেখানে বাবা বা মা কিংবা দু’জনের সঙ্গেই রং মিলান্তি চলছে পুঁচকের। কিংবা পুঁচকের সঙ্গে পোশাকে তাল মেলাচ্ছে বাবা-মায়েরা। তবে শুধু রং মিলান্তিই নয়! কাটছাটের নকশাতেও চলছে মা-মেয়ে কিংবা বাবা-ছেলের পোশাকের মিলমিশ।মিনি মি ফ্যাশনে একটা ইউনিটি আছে।

 বেশ একটা একাত্মবোধ। ‘আমার নিজের দল’ ঠিক এইরকম একটা ব্যাপার। পরোক্ষভাবে হলেও এই বিষয়টা শিশুমনে একটা নিরাপত্তাবোধ তৈরি করে। আর মনোবিদদের মতে এটা একটা ইতিবাচক দিক । ফ্যাশান ডিজাইনার সুকন্যা গুহর মতে, বাবা-মায়ের সঙ্গে ছেলেমেয়েদের ম্যাচিং পোশাকের ট্রেন্ড খুবই মিষ্টি আর সুন্দর একটা কনসেপ্ট। “ভাই-বোনেদের একই রকম ছিটের জামাকাপড় বানানোর ট্রেন্ড আগেও ছিল। তাহলে বাবা-মায়ের ছেলেমেয়েদের সঙ্গে ম্যাচিং জামাকাপড় পড়তেই বা আপত্তি কোথায়? বরং এখন যে নিউক্লিয়ার ফ্যামিলিতে সারা দিন বাবা-মা নানা কাজে ব্যস্ত, সেখানে একদিন কোনও অনুষ্ঠান বা আউটিংয়ে যদি তাঁরা সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন, তবে সন্তানদের উপর তার ভাল প্রভাবই পড়বে।” শুধু তাই নয়, এভাবে ফ্যাশনের সাহায্য দুই প্রজন্মের বন্ডিংয়ের অবকাশও থাকে।

মডেল- অনুক্তা ঘোষাল (মা)
এবং শ্রিয়া যশ (মেয়ে)
পোশাক- লেবেল সুকন্যা
(ফ্যাশান ডিজাইনার সুকন্যা গুহ)
চিত্র- খুশি দাস
মেকওভার- দ্যা ব্রাইডালস মেকওভার।

সুকন্যা গুহ ( ফ্যাশান ডিজাইনার এবং লেবেল সুকন্যার কর্ণধার)

আরও পড়ুন...