ক বি তা
এই যে তুমি আমায় দেখার চেষ্টা করছো—
এই যে আমি তোমায় দেখার চেষ্টা করছি—
মাঝের একটা দেওয়াল তাকিয়ে হাসছে
আমাদের দৃষ্টিদ্বার রুদ্ধ করে,
আর আমরা ছেনি-হাতুড়ি দিয়ে ভাঙবার
প্রয়াস চালিয়ে যাচ্ছি…
ভিড় এড়াবে বলে‚ তুমি
পরের ট্রেনের জন্য অপেক্ষা করো
তোমাকে ছাড়তে এসে, আমিও
পরের ট্রেনের জন্য অপেক্ষা করি
স্টেশন চত্বরে গুঞ্জন শুরু হয়
বন্ধুরা দাগিয়ে দেয়— ভালোবাসা;
তুমি দারুণ নির্বিকার, আমিও
সমর্থন করি এই বিকেলের বনধ্…