ক বি তা
রাত দেড়টার ফোনকল যারা, স্বাভাবিক মনে করে,
আমি সেই দলে পড়িনি কখনও
তুমি ভেবোনা, আমি ফুল থেকে রেণু
পথ থেকে দেশান্তর চিনেছি বলে,
মেনে নেওয়া আমার অভ্যাস !
লুকিয়ে গান শেখে যারা, তাদের তোমার পছন্দ
তোমার ভাল লাগে মুখোশের আবছায়া এবং
স্মিতভাষী প্রেমিকার হাসি
আমি নৌকো শিখেছি বহুকাল
আমি জানি , রামধনুর আগে যে দাঁড়াতে পারে
সে, আমার বাগদত্ত
আমাকে ক্ষমা করা শিখিও না
আড়ালে থেকে আসন পেতে ভাত বেড়ে
দেবো – ভেবো না ! মনে রেখ,
গানের ভুল সুর , আমার চোখ এড়ায় না
অপ্রকাশ্য মিথ্যেকে, সত্যি বলবো না
ক্ষমা করতে হবে, রাত দেড়টার কথার পেছনে
স্বাভাবিক সারল্যের জায়গা রাখে যারা
তারা তোমাকে আলো দিক
তোমাকে নিয়ে যাক ময়দানের গোপনে
জাহান্নাম থেকে তোমরা ফিরে যেও অন্য কোথাও
আমাকে ক্ষমা করো
বাগান পর্যটন নিয়ে আমার কোনও ফ্যান্টাসি নেই!