বিকেলের দিকে সাভানা-হাইপোথিসিসের ছায়া গাঢ় হতে শুরু করে। এই যে বিষণ্ণ আর আনন্দিত মানুষ… মফসসলের পেটের ভেতর ক্রমশ ঢুকে পড়া মানুষ… সব যেন ব্যক্তিগত সাভানার দিকে ঝুঁকে রয়েছে বহু দিন। মাথার ভেতর তড়িৎ-ইঁদুর ঢুকে কুটিকুটি করে কেটে দিয়ে গেছে একটা-দুটো ফ্রেম...
বর্ণবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সরকারের চক্ষুশূল হয়ে কারাবরণ করা থেকে শুরু করে, ফরাসী নাগরিকত্ব গ্রহণ ও আরও পরে কেপটাউন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি পদে অভিষিক্ত হওয়া আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত দক্ষিণ আফ্রিকান এই কবি ও শিল্পীর বর্ণময় জীবন ও কবিতা নিয়ে তরুণ বিজ্ঞানী