ক বি তা
কিছুই পারিনা ঠিকমত
কষ্ট ফেলি
কষ্ট তুলে রাখি
হয়না এভাবে জানি
হয়তো ভালো রঙের আকাশ এসে যাবে
অগোছালো এমন বাঁশি নয়
দুয়েক পশলা কান্না চেপে রেখে
চলে যাবে রোদ
যত্ন ফেলি
যত্ন তুলে রাখি
মনে মনে দূর থেকে বুঝি
পারিনা কিছুই ঠিকমত
আমি লড়তে পারিনি সহজে
ভাঙা জীবনের দাঁড় বাইছি
মনখারাপিয়া এই মগজে
মৃত শ্রমিকের গান গাইছি
যত ফসলের দাম বাড়ছে
চোর অবাধে লুটেছে খাদ্য
ঘাম রাতের আরাম কাড়ছে
ক্ষুধা নয় আর প্রতিপাদ্য
দিন বদলে এসেছে রাত্রি
রোজ মুষ্টি ছুড়েছি উর্ধে
লোভ হয় যদি সুখদাত্রী
চোখে আগুন জ্বেলেছি পুড়তে
এস চিৎকার করি চরমে
রাগি স্লোগান বুলাই বক্ষে
যারা এখনো মরেনি মরমে
কে করবে তাদের রক্ষে
মন নিপুন জাগছে দিনরাত
ভূমিকম্পের শোনো শব্দ
যদি একবার ছোঁও এই হাত
সব শ্বাপদেরা হবে জব্দ