কবি সুবোধ সরকারের পছন্দের ১০টি বই-এর ১০টিই ‘গীতবিতান’।
এই মাসেই ৭৪তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা শব্দটি এবং তা পাবার জন্য যে সংগ্রাম, সেসব কথা আমরা বইয়েই পড়ে এসেছি। কিন্তু আজকের এই নিশ্চিন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপের কূটকচালিপূর্ণ জীবনে তার সঠিক গুরুত্ব বুঝে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। ভগৎ সিং বা মঙ্গল পাণ্ডে আমাদের কাছে সিনেমার চরিত্রই হয়তো শুধু। তবু, আজ আরেকবার ভেবে দেখা প্রয়োজন, কিসের অমোঘ টানে মাত্র ১৯ বছর বয়েসে ফাঁসির দড়ি অবলীলায় পরে নেন ক্ষুদিরাম বসু। স্বাধীনতা আন্দোলনের সমস্ত শহীদকে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’-র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এঁদের এই আত্মত্যাগ যেদিন সঠিক বুঝে ওঠা সম্ভব হবে, সেদিনই হয়তো হুজুগে নয়, বুকের ভেতর থেকেই উচ্চারিত হবে-
‘জয় হিন্দ’!