Hello Testing Bangla Kobita

প্রতি মাসে দ্বিতীয় রবিবার

Advertisement

2nd Year | 7th Issue

রবিবার, ২৪শে পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ | Sunday, 9th January 2022

গুচ্ছ কবিতা

রোহণ কুদ্দুস
এলা বসু

কবিতা

হিন্দোল ভট্টাচার্য
সোমনাথ ঘোষাল
সৌভিক গুহসরকার
ঐত্রেয়ী সরকার
বেবী সাউ
প্রগতি বৈরাগী
চন্দন বাসুলী
সৌরভ বর্ধন
মৌমন মিত্র
জাতিস্মর
সৌরভ মাহান্তী
সবর্ণা চট্টোপাধ্যায়
অমিত সরকার
সোনালী ঘোষ

বাংলাদেশের কবিতা

এনামূল হক পলাশ
মোস্তফা হামেদী
সুরাইয়া ইসলাম
শাহজাদী আফরোজ ডেইজী

ছোট গল্প

কল্লোল দত্ত
মৌ সেন

পাঠ প্রতিক্রিয়া

রাজীব চক্রবর্তী
Advertisement

বর্ষার কবিতা

বিশেষ রচনা

ভিনদেশী তারা

প্রিয় কবির প্রিয় বই

কবি সুবোধ সরকারের পছন্দের ১০টি বই-এর ১০টিই ‘গীতবিতান’।

এই মাসেই ৭৪তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা শব্দটি এবং তা পাবার জন্য যে সংগ্রাম, সেসব কথা আমরা বইয়েই পড়ে এসেছি। কিন্তু আজকের এই নিশ্চিন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপের কূটকচালিপূর্ণ জীবনে তার সঠিক গুরুত্ব বুঝে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। ভগৎ সিং বা মঙ্গল পাণ্ডে আমাদের কাছে সিনেমার চরিত্রই হয়তো শুধু। তবু, আজ আরেকবার ভেবে দেখা প্রয়োজন, কিসের অমোঘ টানে মাত্র ১৯ বছর বয়েসে ফাঁসির দড়ি অবলীলায় পরে নেন ক্ষুদিরাম বসু। স্বাধীনতা আন্দোলনের সমস্ত শহীদকে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’-র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এঁদের এই আত্মত্যাগ যেদিন সঠিক বুঝে ওঠা সম্ভব হবে, সেদিনই হয়তো হুজুগে নয়, বুকের ভেতর থেকেই উচ্চারিত হবে-

‘জয় হিন্দ’!

কোথায়, কী, কবে, কখন

এই মুহূর্তে স্তব্ধ আমাদের জীবনযাত্রা। আশা রাখি শীঘ্রই আমরা ফিরব চেনা জীবন ছন্দে। প্রতিদিন কবিতা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের খোঁজ খবর পেতে নজর রাখুন এই স্থানে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
প্রতি মাসে দ্বিতীয় রবিবার