Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

বা প্পা দি ত্য  রা য়   বি শ্বা স

কথামতো

 

আমি পারিজাত ভাবতাম 

তুমি জোর করে দেখালে পারুল 

ঘাসবন খুশি হ’ল 

শুধু কলম বলল — আজ থাক। 

 

 

আমি কুর্চি-ই ভেবে গেছি 

তুমি নিজে নিজে হলে পারিজাত 

ঘাসবন থমকালো 

শুধু কলম বলল — হাঁটা যাক…

 

ধস

সুড়ঙ্গে জল ঢুকে 

সাবেক শহর ধসতে শুরু করেছে 

গ্রুপ-থিয়েটারের ঘরটা 

         ভুলে গেছে ভাঁড়ে-চায়ের ঠিকানা 

ইঁট কাঠ পাথর সরালেই পাওয়া যাবে 

বাঘছাল, সোনা আর খুঁতে-অ্যান্টিক-হওয়া পোর্সেলিন 

যে কোনো প্রচলিত গুপ্তধনগল্পের এতগুলো আগমার্কা ছবি 

     সারাদিন এদিক ওদিক করেও একটা কবিতা এল না! 

মেট্রোর দরজা খুলে যাওয়ার পর 

    তোমার বিদায় নেবার ভঙ্গিমা 

                 আমি কিছুতেই ভুলতে পারছি না…

আরও পড়ুন...