দী র্ঘ ক বি তা
তৃ ণা চ ক্র ব র্তী
ঈশ্বরের মুখ দেখে ফেলার অপরাধে
না লেখা খাতার মতো সাদা বারান্দা একদিকে
নির্জন শব্দের ভেঙে পড়া রেফ্ অন্যদিকে
তবু অনন্যোপায় মেলে রাখা জামায় সুতোর মিহি কাজ
এক উৎসব থেকে আর এক উৎসবের দিকে হাওয়া দেয়
আর কিছু নয়, শুধু আমি এসবের কতটুকু জানি
এ প্রশ্নের সামনে এসে অস্বস্তি হয়, ঘাড়ের কাছে জমে ওঠা সন্দেহ
গাঢ় শ্বাস ফেলে সরে যায়, সিগার ধরাতে চেষ্টা করে
আর আমি হঠাৎই দেখে ফেলি তাঁর তাৎক্ষণিক ভাঙাচোরা মুখ
অথচ দেখা হয়েছে কতবার এর আগে
সেইসব অপরিচিত বিকেল নেই আর
একই রাস্তায় ছুটে চলে যাওয়ার অন্ধকার নেই
লুকিয়ে রাখাগুলো নেই
সমস্ত শহর জুড়ে ভ্যান গঘের মিউজিয়াম
আমি কি তাহলে ঈশ্বরের মুখ দেখে ফেলার অপরাধে
এক ক্যানভাস থেকে ক্রমাগত ঢুকে পড়ছি অন্য এক ক্যানভাসে

না লেখা খাতার মতো পড়ে থাকা সাদা বারান্দা
আর নির্জন শব্দের ভাঙা রেফ্ আমাদের মাঝখানে
আমাদের চন্দনপুর যাওয়া হয়নি কখনই
তারই মধ্যে দেখেছি তোমার উৎসব
ক্রমাগত কমলা রঙের হয়ে গেছে
আমার কোনও উৎসব ছিল না কোনোদিন
তবু অন্যের উৎসবে সামিল হতে হতে
সাদা বারান্দার পাশে পিতলের মূর্তি
পদাবলী পেরিয়ে যাওয়া দুপুরে জাগ্রত হয়ে উঠত কীভাবে
সেই আশ্চর্য খেলা শিখতে না পারার অপরাধে
পিছু হঠতে না পারার অপারগতায়
ভেঙে যাওয়া খেলনা জোড়া না দিতে পারার অভিযোগে
সমস্ত সম্ভাবনার মুখে দাঁড়িয়ে থেকেও সরে গিয়েছি একসময়

সকলে যেভাবে যায়, অথবা যেভাবে থাকে
আমি তার কতটুকু জানি
ফাঁকা আয়নায় ভেঙে পড়ার শব্দটুকু আগলে রেখে
বহুবার মুখোমুখি হয়েছি, ঝর্ণার শব্দে সম্বিত ফেরার আগে
শুধু একবার তাঁর মুখ দেখে ফেলার অপরাধে
দিগন্তের ধারনায় তাকিয়ে থেকেছি শূন্যে
আমার শূন্যের অধিকারটুকুও খোয়া যাবে একদিন
আমাদের চন্দনপুর যাওয়া হবে না কখনোই
আমরা গিলে ফেলব এই অর্বাচীন মুখোমুখিগুলো
অথবা ভুলে যাব, জানলা বন্ধ করব
ফিরে যাবে স্নানরত দুপুর
এসব তবু লিখে রাখবার মতো কিছু নয়
আমি বারবার একই শব্দে ফিরে যেতে চেয়েছি
আর পুনরাবৃত্তি হবে বলে চলে যেতে চেয়েছি সমুদ্র
একটানা কথা বলে, বোতামঘর পাল্টে ফেলে
কোনও নাটকীয়তা নয়, আমি চেয়েছিলাম নির্লিপ্তি এক
চেয়েছিলাম সি-বিচে ফেনার ওপর দাঁড়িয়ে থেকে দেখতে
কতটা বালি ফিরে যায় প্রতি ঢেউ-এ
কতটা লেগে থাকে বোকামির মতো, অধিকারে

নির্জন, তোমার থেকে একমাত্রা কমে যাক
তুমি আরও কাছের হয়ে ওঠো
আয়নার ভেতর নেমে যাক শেষ দুপুরের রোদ
নেহাতই অসাবধানতায় আমি ঢুকে পড়েছি এই কাচের মধ্যে
এখান থেকে সবকিছুই স্বচ্ছ দেখায়
কোনও শব্দ কানে আসে না
সমস্ত মুখ নিখুঁত হয়ে ওঠে, ভোরবেলার মতো দেখায়
এসব তবু লিখে রাখবার মতো তেমন কিছু নয়
আসলে যা লিখতে চেয়েছি সবই সাদা খাতার মতো স্থির
অথবা বারান্দার মতো এক দীর্ঘ মনোলগ
স্বল্প পরিচিত করিডোর কোনও
কিছুটা আলো ও অন্ধকার সামলে ওঠা
লম্বা গাছের নিচু ঢালু ছায়া
যার উৎসর্গে লেখা থাকেনি কোনও নাম
যাকে ঈশ্বর বলে মানতে গিয়ে দেখেছি অসংখ্য মুখ
বেশিরভাগ আদলই চেনা, অযথা সংযত, সচেতন
অতিথির দূরত্বে এগিয়ে দেওয়া স্মিত সাহচর্য
দু-একটা ভাঙাচোরা গোপন করা রয়েছে সাবধানে

অথচ আমি এর কতটুকু জানি
প্রথম জন্মের দূরত্ব আজও কাটিয়ে উঠতে না পেরে
কীভাবে পৌঁছে গিয়েছি দ্বিতীয় জন্মের শেষে
ভুল করে দেখে ফেলেছি ভেঙে যাওয়া বিগ্রহ
মনে রেখেছি যা কিছু ভুলে যাওয়ার
পেরিয়ে গিয়েছি এমন কিছু অনায়াস
প্রতিটা স্তরে জমে থাকা গল্পের সম্ভার
আমাকে নিপুণভাবে বুনে নিয়েছে সূচের তীব্র
দুপুরের গায়ে ফুটে উঠেছে সুতোর মিহি কাজ
সাদা বারান্দা অথবা নির্জনতার প্রশ্নে ফিরে গিয়ে শুনেছি
অমীমাংসিত শব্দের গাঢ় নিঃশ্বাস
যাকে অতিক্রম করতে গিয়ে থেমে যায় সমুদ্র
লাইট হাউসের গায়ে আছড়ে পড়ে ফিরে যায় নিরুপায় জল
এসব তবু লিখে রাখবার মতো তেমন কিছু নয়
আমি এসবের কতটুকুই বা জানি
আরও পড়ুন...
তৃণা চক্রবর্তী
না লেখা খাতার মতো সাদা বারান্দা একদিকে নির্জন শব্দের ভেঙে পড়া রেফ্ অন্যদিকে তবু অনন্যোপায়... READ MOREশংকর চক্রবর্তী
এইসব চিঠি পড়ে শক্তিদাকে যতটুকু বোঝা যায় তার থেকেও ঢের সংসারে এক সন্ন্যািসীর মতন জীবন কাটাতে... READ MOREরিমঝিম আহমেদ
পাখিদের শেখাব কীভাবে একই সম্পর্কের ভিতর মৃত্যু হয় মানুষের। হয়তো তারাও নির্বন্ধন আঙুল... READ MOREহাসানত শোয়েব
সে বাঘ দেখতে দেখতে বলে, পৃথিবী নিশ্চয় তার প্রেমিকের কাছ থেকে পালিয়ে আসা গোল কমলালেবু... READ MOREয়িন ঝিয়াউয়ান
মেয়েটি জানতই না যে দীর্ঘদিন থেকে আমার ওপর নজর রাখা হচ্ছে, আমি খেয়াল করেছি – গদ্যের চরিত্র তারা... READ MOREসম্বিত বসু
লক্ষ লক্ষ বছরের প্রাচীন এই ভোরবেলা আজ ছাদে কুড়িয়ে পেলাম। প্রত্নতাত্ত্বিকেরা কেউ ছাদে ওঠেননি? ... READ MOREশ্যামশ্রী রায় কর্মকার
প্রচ্ছদ কাহিনী । একটি আবহমান হত্যা ও ডিলান READ MOREঅগ্নি রায়
রিনা ব্রাউন ও এক বৃষ্টি ভেজা ম্যাজিক স্পেল... READ MOREপঙ্কজ চক্রবর্তী
আমাদের চারপাশে লেখকের স্বীকৃতির একটা বড়ো অংশই বায়বীয়, মিথ্যে কথার ফানুস মাত্র... READ MOREভাঙা দেরাজের গল্প
কাব্যগ্রন্থ : ভাঙা দেরাজের গল্প | মন্দিরা ঘোষ | আলোচনা করেছেন অভিজিৎ পালচৌধুরী READ MORE