Categories
editorial

সম্পাদকীয়, মার্চ, ২০২৩

সম্পাদকীয়

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

ভরা বসন্ত। ভোর না হতেই কোকিলে কুহু ডাকে মুখরিত হয়ে উঠছে চারদিক। মুখরিত? না কি সেই ডাক আরও বেশি ভরাক্রান্ত করে তুলছে আমাদের… প্রিয় কবি, প্রিয় মানুষ, আমাদের আত্মজন অমিতাভ মৈত্র, অমিতাভদা চলে গেলেন। সদ্য হারালাম সন্দীপদাকে… লিটল ম্যাগাজিন লাইব্রেরীর প্রাণ পুরুষ প্রবাদপ্রতিম সন্দীপ দত্ত মহাশয়কে। ভাবতে গর্ব হয়, ভেবে তৃপ্তি লাগে… এই দুটি মানুষকে আমরা পেয়েছিলাম খুব কাছ থেকে।

হ্যালো টেস্টিং-এর প্রথম সংখ্যা থেকে অমিতাভদার বিশ্বকবিতার ধারাবাহিক অনুবাদ আমাদের সাথে সাথে ঋদ্ধ করেছিল আপামর বাংলা কবিতার পাঠককে। ক্লান্তিহীন ভাবে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম তাঁর সাথে। নিয়মিত চলত তাঁর সাথে ফোনালাপ। কি অগাধ পান্ডিত্য আর কি অনাবিল সারল্য… তাঁর জ্ঞানের ঔজ্জ্বল্য কখনো কোনো তরুণ চোখে ধাঁ ধাঁ লাগিয়েছে বলে জানা নেই বরং তাঁর পান্ডিত্যের ঝর্ণা ধারায় আমারা সবাই স্নাত হয়েছি দেদার। বাংলা ভাষা আজন্ম ঋণী থাকবে তাঁর এই কৃতি সন্তানের কাছে আর আমরা আজীবন তাঁকে পুরে রাখব হৃদয়ের গোপন কুঠুরিতে। না তিনি তো মাথায় চড়ে থাকতে চান নি কখনো। চান নি স্পট লাইটের চড়া আলো অথবা সর্বভারতীয় বা আন্তর্জাতিক কোনো মঞ্চ। অমলকান্তির রোদ্দুর হওয়ার সাধ ছিল… আর কবি অমিতাভ মৈত্র সেই রোদ্দুর হতে পেরেছিলেন। সকালের নরম লাজুক রোদ্দুর…

আর সন্দীপদা, সন্দীপ দত্ত মহাশয়, লিটল ম্যাগাজিন লাইব্রেরীর সূত্র ধরে তাঁকে কে না চেনেন। আমরাও চিনি। কবিতার অনুষ্ঠানে যাতায়াতের সুবাদে আমাদের মুখও চেনা তাঁর। না এর আগে কোনো ঘনিষ্ঠতা ছিল না তাঁর সাথে।  গতবার পুজোর পর পর আমাদের প্রথম মুদ্রিত পুজো সংখ্যাটি সঙ্গে নিয়ে হাজির হলাম তাঁর কাছে। ব্যাগ থেকে বের করছি… উনি এক ঝলক দেখেই বললেন, ‘আমি কিনেছি। আমি সব পত্রিকা কিনি না। বিশেষত বাণিজ্যিক কাগজগুলিকে তো এড়িয়ে চলতেই পছন্দ করি। আর কোনো কাগজ কেনার আগে আমি সবসময় তার কনটেন্ট দেখি… বাকিটা বুঝে নাও। কিছুটা বাণিজ্যিক ধাচ তোমাদের। ভালো। মন দিয়ে কাজ কর।’ মাথার ভেতরটা গুম গুম করে উঠল। জল এসে গেল চোখে। তাঁর মতো ঋদ্ধ, সোজাসাপটা কথা বলা মানুষ…  এমন কথা বলছেন! না কোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউসে কোথাও কেউ এক লাইনও লেখেনি আমাদের পত্রিকা নিয়ে বা লেখার প্রয়োজন বোধ করেনি। কিছুটা ভারি হয়ে ছিল মন কিন্তু পলকে তা পেঁজা তুলোর মতো হাল্কা হয়ে গেল।  সেদিন  আরও কিছুক্ষণ এটাসেটা কথা বলে দ্বিগুণ উদ্যম নিয়ে  ফিরে এলাম বাড়ি। তারপর আরও কয়েকবার গিয়েছিলাম তাঁর কাছে। চোখের সামনে তাঁর অসুস্থতার ক্রমাগত বাড়বড়ন্ত দেখেছি। ইচ্ছে ছিল তাঁকে সঙ্গে কিছু কাজ করার। কিন্তু সময় যে এতটাই কমে এসেছিল তা ভাবতে পারিনি সত্যি।

এখনও যেমন ভাবতে পারি না সৌভিক বন্দোপাধ্যায়, প্রিয় সৌভিকদা আমাদের সাথে আর নেই। এই বসন্ত… কেমন যেন লাগছে এই বসন্ত… কোকিল ডাকছে… তা কেমন যেন তারস্বরে মনে হচ্ছে না? দু’ হাতে কান চেপে ধরতে ইচ্ছে করছে বারবার। পুরুলিয়া থেকে এক বন্ধু জানালেন এইবার পলাশ ফুটেছিল বিগত কয়েক বছরের তুলনায় সাংঘাতিক রকমের বেশি। এসবই কি আমাদের আরও কাঁদানোরই গুপ্ত কোনো চক্রান্ত?

প্রিয়জনদের সাথে বিচ্ছেদ বেদনা বুকে নিয়েই মার্চ সংখ্যা প্রকাশ হল। নানা কারণে দু’দিন বিলম্ব হল। তাঁদের স্মৃতি বহন করে নিয়ে যাওয়ার গুরুভার যে তাঁরা আমাদের উপরেই ন্যস্ত করে দিয়ে গেছেন তাঁদের ভালোবাসার মধ্যে দিয়ে। ভালো থাকবেন সবাই। এই তো কদিনের জীবন। জীবন খুব সুন্দর আর খুব মূল্যবানও বটে…      

Categories
editorial

সম্পাদকীয়, ফেব্রুয়ারি, ২০২৩

সম্পাদকীয়

২রা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th February, 2023

সদ্য শেষ হলো বাঙালির অন্যতম পার্বণ বইমেলা। খবরে প্রকাশ, অন্তত পঁচিশ কোটি টাকার বই আদানপ্রদান হয়েছে। মোবাইলে মুখ গুঁজে থাকা রোজের দিনগুলোয়, কর্মব্যস্ত জীবনে এখনো যে বইয়ের মতো সঙ্গীর খোঁজ পড়ে, এর চেয়ে আনন্দের কিছুই নেই। এই একটি মেলাকে কেন্দ্র করে অজস্র নতুন বই-পত্রিকা প্রকাশ, লেখক-পাঠকের ভাব বিনিময়— এই সবই প্রতি বছর নতুনের মতো মনে হয়। এর টান শেষ হবার নয়।

এই আবহেই প্রকাশ পেলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র ফেব্রুয়ারি মাসের আন্তর্জাল সংখ্যা। একটু বিলম্বের কারণ এই বইমেলাই। গত জানুয়ারি মাস থেকেই বদলে গেছে পত্রিকার আঙ্গিক, পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়েই এগিয়ে চলছি আমরা। বইমেলা থেকে সংগ্রহ করা বইপত্রে ডুবে যেতে যেতেও আমাদের এই আন্তর্জাল পত্রিকাটিতেও চোখ বুলিয়ে নিতে ভুলবেন না। আর, প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের মতামতের প্রত্যাশী রইলাম আমরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বই ও পত্রিকার সঙ্গে কাটুক প্রতিটি দিন। 

Categories
editorial

Editorial, January, 2023

সম্পাদকীয়

১লা মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | 15th January, 2023

সবাইকে জানাই ইংরাজি নতুন বছরের অন্তহীন শুভেচ্ছা। প্রতিটি নতুন বছরেই আমরা বদলে ফেলি ‘হ্যালো টেস্টিং’র আঙ্গিক, বিভাগ নির্বাচন ইত্যাদি। এই বছর আমরা এই আন্তর্জাল পত্রিকার খোলনলচে পুরো বদলে ফেলে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক রূপ। সংযুক্ত হয়েছে অনেকগুলি নতুন বিভাগও। আমরা  নিশ্চিতভাবে বলতে পারি, এই পত্রিকা আপনাকে যেমন দেবে দৃশ্যসুখ, সুবিধা হবে পড়ার ক্ষেত্রেও। এসেছে অনেক রদবদলও। আর, এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের আগ্রহ, ভালোবাসার দিকে তাকিয়েই। আমরা আরো এগোতে চাই, নিশ্চিতভাবে এগোবও, সময়ের সঙ্গে সঙ্গে আনবো অনেক পরিবর্তনও। আর সেসবই হবে আপনাদের পরামর্শ, চাহিদা মেনেই। পাঠক, আপনারই আমাদের ভবিষ্যৎ, আমাদের জোরের জায়গা।

আপনারা নতুন বিভাগগুলি দেখুন, পড়ুন। জানান মতামত। কবিতা ছাড়াও সেই সব বিভাগে আমাদের লেখা পাঠান ই-মেলের মাধ্যমে। মনোনীত হলে আমরা প্রকাশ করব, কিছুটা সময় লাগবে অবশ্যই, কিন্তু উপযুক্ত লেখাটি নিশ্চিতভাবে আমাদের বিভাগগুলি সমৃদ্ধ করবে।

কবি শ্রী শঙ্খ ঘোষের কবিতার লাইন ধার করে বলতে পারি— ‘আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে’… এই শপথ আগামীর, আরো ভালো কাজের, আরো অনেক দূরের পথে এগিয়ে যাবার।    

Categories
editorial

Editorial-December-2022

সম্পাদকীয়

রবিবার, ২রা পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 18th December 2022

শেষ হয়ে এলো আরো একটি বছর। এই বছরে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র প্রাপ্তি অনেকখানি। এই প্রথম বার আমরা মুদ্রিত সংখ্যা প্রকাশ করতে পেরেছি পুজোয়। আর, পাঠক যেভাবে পত্রিকাটিকে সংগ্রহ করে তুমুলভাবে সাড়া দিয়েছেন আমাদের এই প্রচেষ্টায়, তাতে আমরা আপ্লুত। যাঁদের কাছে লেখা চেয়েছি বা অন্যান্য বিভাগের প্রয়োজনে যোগাযোগ করেছি, কেউই ফেরাননি। আমাদের প্রাপ্তি এই কাছে যেতে পারাটাই। এই জোরের জায়গা থেকেই ভবিষ্যতে মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আরো অনেক রকম পরিকল্পনা করার কথা ভাবতে পারছি আমরা।

বর্ষশেষের এই সংখ্যাটি আমরা প্রকাশ করছি বিশেষ কবিতা সংখ্যা হিসেবে। অনেক নতুন কবি, যাঁদের সবার লেখা এখনো হয়তো সকলের কাছে পরিচিত হয়ে ওঠেনি, তাঁদের চমকে দেওয়া কিছু লেখা রয়েছে এবারের সংখ্যায়। বাংলা কবিতাকে সামনে রেখেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। পরে অন্যান্য বিভাগও এর সঙ্গে যুক্ত হয়েছে সময় ও চাহিদার প্রয়োজনে। কিন্তু কবিতাই আমাদের যুক্ত করেছে সবার সঙ্গে। তাই এই অল্প শীতের আমেজ মেখে অসংখ্য নতুন কবিতার রসাস্বাদন করুন, আমাদের জানান আপনার মতামত। নতুন বছরে আমরা আবারও আসব সম্পূর্ণ নতুন আঙ্গিক নিয়ে, নতুন বিভাগ-সহ। যেমনটা আমরা প্রতি বছর করে থাকি আপনাদের কাছে আরো অনেক রসদ পৌঁছে দেবার জন্য। সকলে ভালো থাকবেন। ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র ডিসেম্বর সংখ্যার পাঠ শুরু হোক।  

Categories
editorial

Editorial-November-2022

সম্পাদকীয়

রবিবার, ২৬শে কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 13th November 2022

পুজোয় মুদ্রিত সংখ্যা প্রকাশিত হবার পর আমরা বিরতি নিয়েছিলাম কিছুটা। পুজো সংখ্যা যেভাবে সমাদৃত হয়েছে মানুষের কাছে, তাতে আমরা আপ্লুত। লেখক, পাঠক সবাইকে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র তরফ থেকে অকুন্ঠ ভালোবাসা জানাই। মুদ্রিত পত্রিকার মান ও বিষয়বস্তুতে যাতে আরো বৈচিত্র আনা যায়, সে জন্য আমরা পরবর্তী পুজো সংখ্যার পরিকল্পনাও শুরু করেছি এখন থেকেই। পাশাপাশি প্রকাশ পেলো নভেম্বর মাসের অনলাইন সংখ্যাটিও। প্রতিটি নতুন বছরে্র শুরুতেই আমরা অনলাইন সংখ্যাটিকেও একদম নতুনভাবে সাজিয়ে ফেলি। আগামী বছরও তার ব্যতিক্রম হবে না। কাজ চলছে তারও।

শীতের এই অনুভূতিপ্রবণ দিনগুলোয় এগিয়ে আসছে বই, লিটল ম্যাগাজিন সংক্রান্ত বিভিন্ন মেলা। সবার সঙ্গে মেলামেশা, আড্ডা, বই-পত্রিকা নিয়ে মাঠে বসে পড়া চলতেই থাকবে। ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ও স্বপ্ন দেখে এই মেলাগুলোয় নিজস্ব একটা ঘর ও ঘরানা নিয়ে উপস্থিত থাকার। পাঠক ও গুণীজনের কাছে আমরা কৃতজ্ঞ যে তাঁরাই আমাদের এই স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আমরা সেই আগামীর দিকে তাকিয়ে।

সকলে ভালো থাকুন। নীরোগ থাকুন। অনলাইন নভেম্বর সংখ্যা আপনাদের মতামতের অপেক্ষায়…

Categories
editorial

Editorial-September-2022

সম্পাদকীয়

রবিবার, ১লা আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 18th September 2022

শারদোৎসবের সূচনায় ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র পাঠক ও লেখকদের জানাই শুভেচ্ছা। প্রকাশিত হয়েছে আমাদের প্রথম মুদ্রিত পুজো সংখ্যা। এখনো অবধি পাঠক যেভাবে কাছে টেনে নিয়েছেন আমাদের মুদ্রিত সংখ্যাটিকে, আমরা আপ্লুত। পরবর্তী পুজো সংখ্যা নিয়ে ভাবার সাহস সঞ্চয় করতে পারছি। প্রতিটি অনলাইন সংখ্যাতে যেরকম বিষয় বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি বরাবর, সেভাবেই সাজানো হয়েছে মুদ্রিত সংখ্যাটিকেও। তবে আপনাদের মতামতও কাম্য। আমাদের জানান পুজো সংখ্যা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, মতামত। আমাদের মেল বা ফোন করতে পারেন আপনার সুচিন্তিত বক্তব্য জানিয়ে।

পাশাপাশি আমরা অনলাইন সংখ্যাটিকেও এই মাসে প্রকাশ করছি প্রাক-শারদ সংখ্যা হিসেবে। গত সপ্তাহে আমরা হারিয়েছি আমাদের প্রিয়জন, সদাহাস্য-মেধাবী অমিতাভ প্রহরাজকে। সেপ্টেম্বর মাসের এই অনলাইন সংখ্যাটি আমরা তাঁকেই উৎসর্গ করলাম। পুজোয় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Categories
editorial

Editorial-August-2022

সম্পাদকীয়

রবিবার, ৩০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 14th August 2022

আশাকরি ভালো আছেন সবাই। আমাদের প্রিয় কবি প্রবুদ্ধসুন্দর করের পর আমরা আজই হারালাম আমাদের আরেক প্রিয় মানুষ ‘কবিতাসীমান্ত’ পত্রিকার প্রাণপুরুষ শ্রদ্ধেয় দীপেন রায় মহাশয়কে। তাঁর স্থির সৌম্য ব্যক্তিত্বটি বড় আকর্ষণীয় ছিল। এই দুই মানুষের আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ। বাংলা কবিতা চিরস্মরণীয় করে রাখবে তাঁর এই দুই কৃতি সন্তানকে— এই আমাদের দৃঢ় বিশ্বাস।

আগেই আমরা জানিয়েছি আমাদের পুজো সংখ্যা এবার মুদ্রিত আকারে আসছে। আশাকরি আগামী সপ্তাহেই তা প্রকশ পাবে। এ আমাদের কাছে একটি খুবই আনন্দ সংবাদ। আশাকরি আপনারাও তাকে সাদরে গ্রহণ করবেন।

স্বাধীনতা দিবসের ৭৫ বছরের প্রাককালে দাঁড়িয়ে আছি আমরা। ২০০ বছরের পরাধীনতার গ্লানি মুছে ফেলে মাত্র ৭৫ বছরেই আমরা ভুলতে বসেছি সেই স্বাধীনতার অর্থ। সামাজিক, অর্থনৈতিক অসাম্য সর্বত্র এতটাই প্রকট যে আজও আমাদের খুঁজতে বসতে হয় স্বাধীনতার যথার্থতা। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ত্বদের চরম নির্লজ্জতা বারবার স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতাকে একটা প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি সত্যিই এই স্বাধীনতা চেয়েছিলাম? অবক্ষয় যেন যতদিন যাচ্ছে ততবেশি প্রকট হয়ে হচ্ছে আমাদের চতুর্দিকে। চতুরতা এবং চাটুকারিতা আবার এ কোন অন্ধকারের সামনে এসে দাঁড় করাচ্ছে সমগ্র মানবজাতিকে?

তবু ভালো থাকবেন সবাই। আসুন না আরেকবার আমরা রুখে দাঁড়াই। ইনকিলাব জিন্দাবাদ। বিল্পব দীর্ঘজীবী হোক…

Categories
editorial

Editorial-July-2022

সম্পাদকীয়

রবিবার, ২৫শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 10th July 2022

যদিও সোশ্যাল মিডিয়ায় আমরা আগেই জানিয়েছি, কিন্তু ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র পাতায় সরাসরি এই সুখবরটি আবারও ভাগ করে নিতে চাই। এই প্রথম আমাদের, আপনাদের এই প্রিয় আন্তর্জাল পত্রিকা মুদ্রিত সংখ্যা হিসেবে প্রকাশ হতে চলেছে। অজস্র বিভাগ ও মনোগ্রাহী কিছু রচনা নিয়ে আমরা পুজো সংখ্যাটিকেই পত্রিকার প্রথম মুদ্রিত সংখ্যা করতে চলেছি। আমাদের অনেকগুলি পরিকল্পনার মধ্যে এই পদক্ষেপের মাধ্যমে আমরা আরো এক ধাপ এগোবার চেষ্টা করলাম।

তবে মন খারাপ হয়ে যায় যখন দেখি দলাদলি, পিছন থেকে টেনে ধরা এসব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে লেখালিখির আসল জায়গাটুকু বাদ দিয়ে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেকেই এই কাজে শামিল হয়ে উঠছেন। দিনের শেষে, জীবনের শেষে সব চলে গিয়ে আমাদের প্রত্যেকের কাজগুলোই রয়ে যাবে। মানুষ মনে রাখবেন যাবতীয় উল্লেখযোগ্য লেখনী, মনে দাগ কেটে যাওয়া পত্রিকাসমূহকেই। আমরাও এই কাজের যজ্ঞে শামিল বরাবর। পাশে আপনাদেরও চাই, যেন পাইও সব সময়।

‘আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে, সেতু নেই’

– পূর্ণেন্দু পত্রী

সত্যিই আমাদের মধ্যে সেতুর বড্ড অভাব। যে যার মতো করে অন্যের সেতু ভাঙতেই আমরা আগ্রহী। সেতুবন্ধন করে আরো অনেক দূরের রাস্তা হাঁটতে আমরা কেউই চাই না। কিন্তু ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ সব সময় চেষ্টা করে চলবে প্রত্যেককে সঙ্গে নিয়ে এই সেতু গড়ে তোলার। তারই ফল হলো আমাদের জুলাই মাসের এই সংখ্যা। এই বিশেষ কবিতা সংখ্যায় আমরা খুঁজে পেয়েছি এমন সব কবিদের, যাঁরা আমাদের কাছে হয়তো ততো পরিচিত নন, কিন্তু বলিষ্ঠ তাঁদের কলম। এই পত্রিকা বরাবর চেষ্টা করে যাবে এমন সব শক্তিশালী অথচ অন্তরালে থাকা কবিদের তুলে আনার। বাকি দায়িত্ব, পাঠক আপনাদের।

Categories
editorial

Editorial-June

সম্পাদকীয়

রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 12th June 2022

দু’বছর অতিক্রান্ত করে তৃতীয় বছরে পা রাখতে পেরে আমরা ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ পরিবারের সমস্ত সদস্য ভীষণ আপ্লুত। যাঁদের ছাড়া এ কাজ এতোদিন ধরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, সেই পাঠককুলকে আমাদের ভালোবাসা। বহু অগ্রজ লেখক, বিশিষ্ট ব্যক্তিকে আমরা চলার পথে পাশে পেয়েছি, তাঁদের পরামর্শে আমরা আরো সাবালক হতে পেরেছি। যাঁরা লেখা দিয়েছেন, দিতে চেয়েছেন বা এখনো চাইছেন, তাঁদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা। তাঁরা না থাকলে আমাদের পত্রিকার এই মান আমরা বজায় রাখতে পারতাম না। আগামীতেও এভাবেই আমরা কিছু ভালো কাজের ছাপ রেখে যেতে চাই। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, ‘এক দশকে সংঘ ভেঙে যায়’…। কিন্তু আমাদের সংঘ আমরা আরো মজবুত করে বহুদূর এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখি, তাই নানারকম পরিকল্পনা আমরা সব সময়ই করতে থাকি। আর সেসবই পাঠক, আপনাদের পরামর্শ মেনেই।

সেইসব মিলিত পরামর্শেরই আরেক ফসলের খবর খুব শিগগিরই আমরা সামাজিক মাধ্যমে জানাবো। তবে প্রতি মাসের এই প্রচেষ্টার ফল আপনাদের কেমন লাগছে, সেই বিষয়ে প্রতিটি বিভাগের লেখার নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের বই, পত্রিকা বা লেখালিখি সংক্রান্ত আর যে কোনো কিছুর প্রচারের জন্যও আমরা রয়েছি আপনাদের পাশে, সে বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারে।

জুন মাসের এই সংখ্যাটি তুলে দিলাম আপনাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে। এবার তার বেড়ে ওঠার দায়িত্ব আপনাদের হাতে। সকলে সুস্থ থাকুন, পাঠে থাকুন, সৃষ্টিতে থাকুন।

Categories
editorial

Editorial-May

সম্পাদকীয়

রবিবার, ২৪শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 8th May 2022

এই সংখ্যা আমাদের গর্বের সংখ্যা, আনন্দের সংখ্যা আমরা দু’বছর পেরিয়ে পা রাখলাম তৃতীয় বছরে অতিমারীর কঠিন সময়ে নিজেদের মন ভালো রাখতে, পাঠকদের মনে শুশ্রুষা দিতে শুরু করেছিলাম ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ আজ সে অনেকের ভালোবাসায় ভরে উঠেছে বহু লেখক, পাঠকের সমাদর পেয়েছে আমরা সাহস পেয়েছি নতুন কিছু ভাবার নতুন বিভাগ শুরু করার এবারের সংখ্যাটিও তার ব্যতিক্রম নয় অগ্রজ-অনুজ-সতীর্থ কবি, গদ্যকার সকলেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মতামত দিয়ে সমৃদ্ধ করেছেন, প্রশ্রয় দিয়েছেন আজ ফিরে তাকালে এই দু’বছরের শ্রম, চিন্তা সব কিছুই সার্থক মনে হয় আমরা আরো এগোতে চাই। পাশে চাই প্রত্যেককেআগামী দিনগুলোয় আরো চমকপ্রদ কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলি যথাসময়ে আমরা প্রকাশ করব। আর, সেই পরিকল্পনাগুলো শুধু আমাদের ভাবনা নয়, আপনাদের নানা মতামতকে মিলিয়েই আমরা সেই কাজে হাত দিয়েছি। আপনারা এভাবেই আরো এগিয়ে যাবার জোর দিন আমাদের।

আজ শুরুর দিনগুলোর কথা ভাবলে অনেক কিছু ভিড় করে আসে মনে অজস্র খসড়া, নামকরণ নিয়ে ভাবনাচিন্তা বিভাগ নির্বাচন একটা বড় পর্ব ছিল তবে ২০২০ সালের পুজো সংখ্যা ছিল আমাদের কঠিন পরিশ্রমের ফসল আমাদের গোটা টীম খুব তৃপ্তি পেয়েছিল যখন সেই কাজটির প্রশংসা সবাই একবাক্যে করেছিলেন অতো গুণীজনকে এক সূচীতে আনা সহজ ছিল না হয়তো, কিন্তু কেউই ফেরাননি আমাদের তবুও হয়তো সবাইকে আমরা কাছে টানতে পারিনি, বেশ কিছু ত্রুটি অবশ্যই রয়ে গেছে আমাদের নিজেদের তাই অনেকে সাড়া দেননি, আজও আমাদের দূরে সরিয়ে রেখেছেন আমরা শুধরে নেবো কথা দিলাম

অতিমারীর ভয়াল রূপের দিনগুলো থেকে শুরু হয়েছিল ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র পথ চলা আজ সেই আশঙ্কার ছায়া অনেকটাই দূরে সরে গেছে তাই হয়তো কখনো আন্তর্জালের বাইরেও সবাই মিলে একদিন কবিতা পড়ব, শুনব, হইহই করব খুব আজ এই ওয়েব ম্যাগাজিনের তৃতীয় জন্মদিনে সেই ইচ্ছেটুকু সাজিয়ে রাখলাম সবার কাছে সকলে ভালো থাকুন, আমাদের পাশে থাকুন আপনারা আছেন বলেই ‘আমরা রইলাম’…