Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

সিনেমা যখন কবিতা । পর্ব ৬

অ দি তি   ব সু রা য়

aditibasu_hm

ডানাভাঙাদের শুশ্রুষার কাহিনি...

ছবির নাম । সাবিবুর

পরিচালক । কনস্টানটিন কাবেনস্কি

দেশ । রাশিয়া

অভিনয় । নাওমি ওয়াটস, আন্ড্রু লিঙ্কন, রেচেল হাউস

গল্পটা শুরু জার্মানিতে। হিটলারের গণহত্যার সিরিজে সাবিবুর ক্যাম্পের গুরুত্ব একেবারে অন্য।  পোল্যান্ডের এই সাবিবুর নামের ক্যাম্পে, ইহুদিদের পাঠানো হত, গ্যাসচেম্বারে হত্যা করার জন্য। হিটলারের নির্দেশে। কিন্তু এই সাবিবুর ক্যাম্পেই এমন এক অভাবনীয় ঘটনা ঘটে যায়, যা স্বয়ং হিটলারকেও চিন্তায় ফেলে দিতে বাধ্য করে। এখানে ক্যাম্পের বন্দিদের অত্যাচার থেকে উঠে আসার কথার সাক্ষী, ইতিহাস। রাশিয়ার ইহুদি নাগরিক আলেকজান্ডার পেকারস্কি এই ছবির হিরো। লাল আর্মির লেফটেন্যান্ট আলেকজান্ডার গোড়া থেকেই চরমপন্থী। ক্যাম্পের নির্বিচার হত্যা, অত্যাচার, নিষ্টুরতার বিরুদ্ধে তিনি, গোপনে অন্যান্য বন্দিদের একত্রিত করেন। প্রহরীদের শ্যেনদৃষ্টি এড়িয়ে এই কাজ যে অত্যন্ত কঠিন ছিল – তা সহজেই আন্দাজ করা যায়। কিন্তু শেষ পর্যন্ত, সেনা অফিসারদের বজ্র-আঁটুনিকে তুচ্ছ করে, সাবিবুর ক্যাম্পের প্রায় তিনশো জন মৃত্যুর প্রহর–গোণা মানুষ, মুক্তি অর্জন করে।  সাবিবুর, আদতে অন্ধকার থেকে আলোয় উত্থানের ছবি। যেখানে শত-শেকলকে হারিয়ে দিয়েছিল, একদল মুক্তিকামী মানুষের জেদ ও প্রত্যয়। 

স্বাধীনতার থেকে বড় বেঁচে থাকার শর্ত যে হয় না – তা উপলব্ধি করতে পেরেছিল, এই ক্যাম্পে আটকে থাকা প্রতিটি নারী-পুরুষ। আর তাদের মনের ভেতরের ঘুমিয়ে থাকা আগুনের শিখাটিকে জ্বালিয়ে তুলতে পেরেছিলেন, আলেকজান্ডার পেকারস্কি। একজন প্রকৃ্ত কমান্ডারের মতোই তিনি বারুদের গন্ধ জাগিয়ে দিতে সক্ষম হয়েছিলেন বন্দি শিবিরে। শুধু ইহুদি হওয়ার ‘অপরাধে’ যে সব অসংখ্য নির্বিরোধী নরনারী ও শিশু হিটলার নামের দানবটির প্ররোচনায় প্রাণ হারান – সাবিবুর ছবিটি সেই সব অকালে শেষ হয়ে যাওয়া মনুষ্য – প্রাণগুলিকে স্মরণ রেখে দেয়। মনে করিয়ে দেয়, আসলে  লড়াইয়ের কোনও  বিকল্প নেই। মনে করিয়ে দেয়, শ্বাস নেওয়া প্রতিটি মুহুর্তেই জন্ম দেওয়া যায় পরবর্তী প্রতিশ্রুতির। ১৯৪৩ সালের ওই মরণকূপ থেকে যেভাবে প্রায় তিনশো বন্দি, বেরিয়ে আসে, তা দৃষ্টান্ত-স্বরূপ। যুদ্ধ- বন্দুক – পাহারা – শোষণ সবকিছুকেই হারিয়ে দিতে পারে, মনোবল এবং সদিচ্ছা। সাবিবুর, সেই উড়ালের গল্প। সাবিবুর, ডানাভাঙাদের শুশ্রুষার কাহিনি।

আরও পড়ুন...