Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গুচ্ছ কবিতা

শ্যামলকান্তি দাশ
সুমন ঘোষ

কবিতা

স্নেহাশিস পাল
সোমনাথ দে
কস্তুরী সেন
ঋদ্ধি পান
সৌমাভ
অর্পিতা সরকার
সবর্ণা চট্টোপাধ্যায়
প্রতাপ সিংহ

বাংলাদেশের কবিতা

আরিফুর রহমান
মাহফুজা অনন্যা

ছোট গল্প

মধুসূদন রায়

স্মরণ । নাসের হোসেন (১৯৫৮-২০২০)

গ্যালারির সমস্ত ছবিগুলি সোসাল মিডিয়া থেকে সংগৃহীত। যারা তুলেছেন তাঁদের কাছে আমরা ঋণী। কেউ তাঁদের তোলা বলে জানালে আমরা তাঁদের কাছে ঋণ স্বীকার করব। ধন্যবাদ। -সম্পাদক

আশির দশকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি নাসের হোসেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অপারেশান থিয়েটার'। শুধু কবিই নন তিনি ছিলেন চিত্রশিল্পীও। তাঁর একক প্রদর্শনীর নাম ছিল 'দেবী বা পোড়া শহর'। মকবুল ফিদা হুসেন তাঁর ছবি দেখে মন্তব্য করেছিলেন 'সিনসিয়ার এন্ড গ্রেট'। নাসের হোসেন, আমাদের প্রিয় নাসেরদা ছিলেন, আছেন, থাকবেন, যতদিন বাংলাভাষা বেঁচে থাকবে ততদিন সযত্নে বুকে জড়িয়ে রাখবে তার এই কৃতি সন্তানকে।
নাসেরদাকে আমাদের প্রণাম।

তাঁকে নিয়ে কলম ধরলেন বিশিষ্ট কবি অমিতাভ মৈত্র ও তরুণ কবি অধ্যাপক ড. চন্দন বাঙ্গাল

ঈশ্বরও ঈর্ষা করতেন নাসেরকে, কেননা তিনি চেষ্টা করেও যা হতে পারেননি, নাসের প্রকৃতিগতভাবেই ছিল ঠিক সেরকম। ওর মুখ ছিল প্রসন্ন, দ্যুতিময় স্ফটিকের মতো।

কবি নাসের হোসেন সেতুবন্ধন, যাতায়াত, ভাঙন ভাস্কর্যের কবি। গত প্রায় পঞ্চাশ বছরের কবিতা যাপনে তিনি তৈরি করেছেন এক অলীক সাঁকো এক অলীক যাতায়াত।

বিশেষ রচনা

Advertisement