গ্যালারির সমস্ত ছবিগুলি সোসাল মিডিয়া থেকে সংগৃহীত। যারা তুলেছেন তাঁদের কাছে আমরা ঋণী। কেউ তাঁদের তোলা বলে জানালে আমরা তাঁদের কাছে ঋণ স্বীকার করব। ধন্যবাদ। -সম্পাদক
আশির দশকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি নাসের হোসেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অপারেশান থিয়েটার'। শুধু কবিই নন তিনি ছিলেন চিত্রশিল্পীও। তাঁর একক প্রদর্শনীর নাম ছিল 'দেবী বা পোড়া শহর'। মকবুল ফিদা হুসেন তাঁর ছবি দেখে মন্তব্য করেছিলেন 'সিনসিয়ার এন্ড গ্রেট'। নাসের হোসেন, আমাদের প্রিয় নাসেরদা ছিলেন, আছেন, থাকবেন, যতদিন বাংলাভাষা বেঁচে থাকবে ততদিন সযত্নে বুকে জড়িয়ে রাখবে তার এই কৃতি সন্তানকে। নাসেরদাকে আমাদের প্রণাম।
তাঁকে নিয়ে কলম ধরলেন বিশিষ্ট কবি অমিতাভ মৈত্র ও তরুণ কবি অধ্যাপক ড. চন্দন বাঙ্গাল
ঈশ্বরও ঈর্ষা করতেন নাসেরকে, কেননা তিনি চেষ্টা করেও যা হতে পারেননি, নাসের প্রকৃতিগতভাবেই ছিল ঠিক সেরকম। ওর মুখ ছিল প্রসন্ন, দ্যুতিময় স্ফটিকের মতো।