দ্বিতীয় বর্ষপূর্তির দোরগোড়ায় ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’। গত মাসে বইমেলা থাকার কারণে প্রকাশ পায়নি এই ওয়েব ম্যাগাজিন। কিন্তু পাঠকদের অপেক্ষা আর অনুরোধ আমাদের কাছে নানাভাবে এসে পৌঁছেছে। এই মাস থেকে তাই আবারও নিয়মিত প্রকাশ পাচ্ছে পাঠকপ্রিয় এই পত্রিকা। আগামী দিনগুলোয় বেশ কিছু অন্য রকম পরিকল্পনা রয়েছে আমাদের পত্রিকা সংক্রান্ত, সে সব যথা সময়ে আমরা তুলে ধরব ফেসবুক ও পত্রিকার মাধ্যমে। যার মধ্যে পাঠকদের দীর্ঘদিনের কিছু দাবিকেও আমরা অগ্রাধিকার দিয়েছি।
এই বছরের বইমেলা আমাদের সকলের কাছে অক্সিজেনসম ছিল। বহু বই প্রকাশ পেয়েছে, লেখক-পাঠকের সাক্ষাৎ ঘটেছে, চমৎকার কিছু সময় কাটিয়েছি আমরা। অতিমারীর ভয়ঙ্কর দিনগুলোকে পিছনে ফেলে আবার পুরনো আমেজ ফিরে পেয়েছি অনেকখানি। তবু, লেখালিখির জগতে মাঝেমাঝেই পরস্পরের প্রতি বিষবৎ কিছু প্রতিক্রিয়া, ভাষার অপব্যবহার দেখে খারাপ লাগে। লেখালিখির জন্য তৈরি আমাদের মনন কীভাবে যেন মাঝেমাঝেই সব কিছু ভুলে তার উগ্র রূপ নিয়ে সবাইকে চমকে দেয়। আমাদের মনে পড়ে না কবি ভাস্কর চক্রবর্তীর সেই লাইনগুলি-
কে না বোঝে বন্ধুত্ব ব্যাপারটা?
কবিতা, আমি বলছি-
মানুষকে আনন্দে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছে কবিতা।
কবিতা লেখা সত্যিই সেরকম সহজ নয় যেরকম ভাবেন আপনি।
না, সিগারেট ধরাবেন না
সাদা একটা কাগজে লিখুন: বন্ধু
লিখুন: বন্ধু বন্ধু বন্ধু।
আমরা হতভাগা।
বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়
শেষ হয় খিস্তিখেউড়ে।