এপ্রিল সংখ্যা প্রকাশিত হলো আর এরই সঙ্গে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ পূর্ণ করল এক বছরের পরিক্রমা। ফিরে তাকালে মনে পড়ে অতিমারীর সেই চরম দুর্যোগের সময়ে এই পত্রিকার আত্মপ্রকাশের কথা। মানসিক স্থিতি বজায় রাখার অন্যতম উপায় সাহিত্য সঙ্গলাভ। সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিল এই ওয়েব ম্যাগাজিন। তারপর নিয়মিত এগিয়ে যেতে চেষ্টা করেছি আমরা। প্রতিষ্ঠিত কবি-লেখকদের পাশাপাশি অনেক নতুন নাম ও লেখায় সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা। বহু মানুষের ভালোবাসা ও আশীর্বাদে আজ এক বছরের দোরগোড়ায় এসে বারেবারেই মনে হচ্ছে যে আমরা পেরেছি আবার এখনও অনেক কিছু পারা বাকি আছে। আসলে সাধ আর সাধ্যর ভেতর যে যোজন ফারাক তা এতদিনে বেশ মালুম পেয়েছি আমারা। তবু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি পাঠককে কিছু নতুনত্বের স্বাদ দিতে। আগামীদিনেও আমাদের সেই চেষ্টা জারি থাকবে। কুৎসা, হেয় করার মনোবৃত্তি এই সব কিছু পেরিয়েও আমরা অটল হয়ে রয়েছি ভালো কাজের দিকে তাকিয়ে। পরবর্তী বছরেও সেই মান ও বিষয়ের বৈচিত্র্য নিয়ে এগোব আমরা। বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়ে আসছি আগামী সংখ্যা থেকে। আপনাদের প্রত্যেককে এভাবেই পাশে পাবো জানি। সেটাই আমাদের প্রতি মাসে কাজের অনুপ্রেরণা, আরো ভালো কিছু করার খিদে। আরো কী কী উপায়ে আমরা উন্নতি করতে পারি, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। সঙ্গে থাকুন। পাশে থাকুন। নির্বাচনের চাপান উতোর পেরিয়ে নতুন ভাবে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সংখ্যায়।
…‘স্বপ্ন দেখি সে-পথের,
অস্তাচল উত্তীর্ণ হয়ে আগামী কালের পানে-
স্বপ্ন যেখানে নির্ভীক,’…
কবি প্রেমেন্দ্র মিত্রের এই ক’টি পংক্তিই আমাদের পাথেয়, আমাদের এগিয়ে চলার রসদ।