প্রকাশিত হলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র অগাস্ট সংখ্যা। যে মানুষটি আমাদের জীবনের সর্বত্র জড়িয়ে আছেন, ছড়িয়ে আছেন, তাঁর প্রয়াণ দিবসেই প্রকাশ পেলো এই সংখ্যা। আজ বাইশে শ্রাবণ। না, তাঁকে নিয়ে আলাদা করে কোনো লেখা আমরা এই সংখ্যায় রাখিনি। তিনি তো কোনো এক বিশেষ দিনে আলাদা করে উল্লেখ করার ব্যক্তিত্ব নন। সারা বছরের চিন্তায়, মননে আমাদের চিরসঙ্গী তিনি। তবু পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ আমরা তাঁকে শ্রদ্ধা জানাই, একটা গোটা দিন তাঁকে স্মরণ করতে আমরা ভালোবাসি। আমাদের এই সংখ্যাটিও তাঁর কথা ভেবেই শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রকাশ করলাম আমরা।
আমাদের পরবর্তী প্রকাশ পুজো সংখ্যা। তারই প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে কোনো সংখ্যা প্রকাশ পাবে না। অগাস্ট সংখ্যাটিও নানা বৈচিত্র্যে ভরপুর। আপনারা সময় নিয়ে পড়ুন, লেখার নিচে কমেন্টে মতামত জানান। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনেকখানি সাহায্য করে নতুন বিষয় নিয়ে ভাবতে, নানা রকম বিভাগ শুরু করতে। আর, অপেক্ষা জারি থাকুক পুজো সংখ্যার জন্য। সকলে সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন।