আশাকরি ভালো আছেন সবাই। আমাদের প্রিয় কবি প্রবুদ্ধসুন্দর করের পর আমরা আজই হারালাম আমাদের আরেক প্রিয় মানুষ ‘কবিতাসীমান্ত’ পত্রিকার প্রাণপুরুষ শ্রদ্ধেয় দীপেন রায় মহাশয়কে। তাঁর স্থির সৌম্য ব্যক্তিত্বটি বড় আকর্ষণীয় ছিল। এই দুই মানুষের আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ। বাংলা কবিতা চিরস্মরণীয় করে রাখবে তাঁর এই দুই কৃতি সন্তানকে— এই আমাদের দৃঢ় বিশ্বাস।
আগেই আমরা জানিয়েছি আমাদের পুজো সংখ্যা এবার মুদ্রিত আকারে আসছে। আশাকরি আগামী সপ্তাহেই তা প্রকশ পাবে। এ আমাদের কাছে একটি খুবই আনন্দ সংবাদ। আশাকরি আপনারাও তাকে সাদরে গ্রহণ করবেন।
স্বাধীনতা দিবসের ৭৫ বছরের প্রাককালে দাঁড়িয়ে আছি আমরা। ২০০ বছরের পরাধীনতার গ্লানি মুছে ফেলে মাত্র ৭৫ বছরেই আমরা ভুলতে বসেছি সেই স্বাধীনতার অর্থ। সামাজিক, অর্থনৈতিক অসাম্য সর্বত্র এতটাই প্রকট যে আজও আমাদের খুঁজতে বসতে হয় স্বাধীনতার যথার্থতা। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ত্বদের চরম নির্লজ্জতা বারবার স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতাকে একটা প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি সত্যিই এই স্বাধীনতা চেয়েছিলাম? অবক্ষয় যেন যতদিন যাচ্ছে ততবেশি প্রকট হয়ে হচ্ছে আমাদের চতুর্দিকে। চতুরতা এবং চাটুকারিতা আবার এ কোন অন্ধকারের সামনে এসে দাঁড় করাচ্ছে সমগ্র মানবজাতিকে?
তবু ভালো থাকবেন সবাই। আসুন না আরেকবার আমরা রুখে দাঁড়াই। ইনকিলাব জিন্দাবাদ। বিল্পব দীর্ঘজীবী হোক…