শেষ হয়ে এলো আরো একটি বছর। এই বছরে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র প্রাপ্তি অনেকখানি। এই প্রথম বার আমরা মুদ্রিত সংখ্যা প্রকাশ করতে পেরেছি পুজোয়। আর, পাঠক যেভাবে পত্রিকাটিকে সংগ্রহ করে তুমুলভাবে সাড়া দিয়েছেন আমাদের এই প্রচেষ্টায়, তাতে আমরা আপ্লুত। যাঁদের কাছে লেখা চেয়েছি বা অন্যান্য বিভাগের প্রয়োজনে যোগাযোগ করেছি, কেউই ফেরাননি। আমাদের প্রাপ্তি এই কাছে যেতে পারাটাই। এই জোরের জায়গা থেকেই ভবিষ্যতে মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আরো অনেক রকম পরিকল্পনা করার কথা ভাবতে পারছি আমরা।
বর্ষশেষের এই সংখ্যাটি আমরা প্রকাশ করছি বিশেষ কবিতা সংখ্যা হিসেবে। অনেক নতুন কবি, যাঁদের সবার লেখা এখনো হয়তো সকলের কাছে পরিচিত হয়ে ওঠেনি, তাঁদের চমকে দেওয়া কিছু লেখা রয়েছে এবারের সংখ্যায়। বাংলা কবিতাকে সামনে রেখেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। পরে অন্যান্য বিভাগও এর সঙ্গে যুক্ত হয়েছে সময় ও চাহিদার প্রয়োজনে। কিন্তু কবিতাই আমাদের যুক্ত করেছে সবার সঙ্গে। তাই এই অল্প শীতের আমেজ মেখে অসংখ্য নতুন কবিতার রসাস্বাদন করুন, আমাদের জানান আপনার মতামত। নতুন বছরে আমরা আবারও আসব সম্পূর্ণ নতুন আঙ্গিক নিয়ে, নতুন বিভাগ-সহ। যেমনটা আমরা প্রতি বছর করে থাকি আপনাদের কাছে আরো অনেক রসদ পৌঁছে দেবার জন্য। সকলে ভালো থাকবেন। ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র ডিসেম্বর সংখ্যার পাঠ শুরু হোক।