Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

সম্পাদকীয়

রবিবার ২৮শে অগ্রহায়ণ ১৪২৭ | Sunday 13th December 2020

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার… উৎসব শেষ, তবু করোনাসুরের সাথে আমাদের লড়াই ক্রমবর্ধমান। একের পর এক আত্মজন এই মারণরোগে আক্রান্ত। এ রোগের থাবা এসে পড়েছে আমাদের পত্রিকার পরিবারেও। তার মধ্যেও যথাসাধ্য চেষ্টা করে প্রকাশ করা হল ডিসেম্বর সংখ্যাটি। নতুন বছর আমাদের কাছে অনেক আশার বার্তা নিয়ে আসবে, মনের মধ্যে সেই আশ্বাসকে লালন করেই জানুয়ারি থেকে আমাদের নতুনভাবে চলা শুরু হবে।

কিছুদিনের মধ্যেই আমরা হারালাম দুই প্রিয় মানুষকে— বিশিষ্ট অভিনেতা, কবি সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশিষ্ট কবি নাসের হোসেনকে। দুজনকেই আমাদের শ্রদ্ধা ও প্রণাম। এই সংখ্যায় আমরা খুব ছোট করে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি আমাদের প্রিয় কবি ও মানুষ নাসেরদাকে।

চারিদিকের খারাপ খবর আর ক্রমশ তলানিতে ঠেকে আসা মনোবল থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। এটুকু জোর নিয়েই এক চিলতে আলোর খোঁজে আপনাদের হাতে তুলে দিলাম এই সংখ্যা। মতামত জানাবেন, পরামর্শ দেবেন। সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন ও ভালো থাকার চেষ্টা করুন।