সদ্য শেষ হলো বাঙালির অন্যতম পার্বণ বইমেলা। খবরে প্রকাশ, অন্তত পঁচিশ কোটি টাকার বই আদানপ্রদান হয়েছে। মোবাইলে মুখ গুঁজে থাকা রোজের দিনগুলোয়, কর্মব্যস্ত জীবনে এখনো যে বইয়ের মতো সঙ্গীর খোঁজ পড়ে, এর চেয়ে আনন্দের কিছুই নেই। এই একটি মেলাকে কেন্দ্র করে অজস্র নতুন বই-পত্রিকা প্রকাশ, লেখক-পাঠকের ভাব বিনিময়— এই সবই প্রতি বছর নতুনের মতো মনে হয়। এর টান শেষ হবার নয়।
এই আবহেই প্রকাশ পেলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র ফেব্রুয়ারি মাসের আন্তর্জাল সংখ্যা। একটু বিলম্বের কারণ এই বইমেলাই। গত জানুয়ারি মাস থেকেই বদলে গেছে পত্রিকার আঙ্গিক, পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়েই এগিয়ে চলছি আমরা। বইমেলা থেকে সংগ্রহ করা বইপত্রে ডুবে যেতে যেতেও আমাদের এই আন্তর্জাল পত্রিকাটিতেও চোখ বুলিয়ে নিতে ভুলবেন না। আর, প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের মতামতের প্রত্যাশী রইলাম আমরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বই ও পত্রিকার সঙ্গে কাটুক প্রতিটি দিন।