নতুন বছরের প্রথম সংখ্যা প্রকাশ পেলো। অগ্রজ চার জন কবির গুচ্ছ
কবিতা দিয়ে এই সংখ্যা শুরু করলাম আমরা, যা এই জানুয়ারি সংখ্যার
বিশেষ আকর্ষণ। তবে অতিমারি যেভাবে আবার থাবা ফেলেছে আমাদের
প্রত্যেকের যাপনে, আবার আশঙ্কার দ্বিধায় ভুগছি আমরা। গত বছর
বইমেলা না হবার খারাপ লাগা এই বছরের মধ্যে দিয়ে কেটে যাবার যে আশা
দেখা দিয়েছিল, তা আবার তলিয়ে যেতে শুরু করছে ক্রমশ। প্রকাশক,
বিক্রেতা-সহ অনেকেরই ক্ষতির তালিকা দীর্ঘতর হতে শুরু করেছে।
আমাদের নিজেদের গা-ছাড়া মনোভাব নিজেদেরই ক্ষতি ডেকে আনছে
বারেবারে।
তবু, প্রকাশিত হচ্ছে অনেক কবিতার বই, বিভিন্ন উপন্যাস-গল্পগ্রন্থ,
সুচারু পত্রিকাসমূহ। এই আলো নিয়েই আমাদের বেঁচে থাকা। গত কয়েক
বছর ধরে তলিয়ে যেতে যেতে বারবার আমরা আঁকড়ে ধরেছি মন ভালো
রাখার যে কোনো ওষধি। আমাদের এই ওয়েব ম্যাগাজিনও সেই পথেই
শামিল।
কবি মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন-
‘ঝরনা যখন লাফ দিয়েছে কুয়াশাগহ্বরে
সবুজ পাহাড় ডাক পাঠাল সোহাগচাঁদের ঘরে
নোকালিকাই জলধারার রুপোলি উচ্ছ্বাসে
রোদ এসেছে বিষাদঢাকা মানুষগুলির পাশে’…
আমরাও আজ এই রোদটুকুর অপেক্ষায়। সকলে সুস্থ থাকুন আর ‘হ্যালো
টেস্টিং বাংলা কবিতা’র এই সংখ্যাটির পাঠশেষে আমাদের জানান
আপনাদের সুচিন্তিত মতামত।