সবাইকে জানাই ইংরাজি নতুন বছরের অন্তহীন শুভেচ্ছা। প্রতিটি নতুন বছরেই আমরা বদলে ফেলি ‘হ্যালো টেস্টিং’র আঙ্গিক, বিভাগ নির্বাচন ইত্যাদি। এই বছর আমরা এই আন্তর্জাল পত্রিকার খোলনলচে পুরো বদলে ফেলে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক রূপ। সংযুক্ত হয়েছে অনেকগুলি নতুন বিভাগও। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই পত্রিকা আপনাকে যেমন দেবে দৃশ্যসুখ, সুবিধা হবে পড়ার ক্ষেত্রেও। এসেছে অনেক রদবদলও। আর, এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের আগ্রহ, ভালোবাসার দিকে তাকিয়েই। আমরা আরো এগোতে চাই, নিশ্চিতভাবে এগোবও, সময়ের সঙ্গে সঙ্গে আনবো অনেক পরিবর্তনও। আর সেসবই হবে আপনাদের পরামর্শ, চাহিদা মেনেই। পাঠক, আপনারই আমাদের ভবিষ্যৎ, আমাদের জোরের জায়গা।
আপনারা নতুন বিভাগগুলি দেখুন, পড়ুন। জানান মতামত। কবিতা ছাড়াও সেই সব বিভাগে আমাদের লেখা পাঠান ই-মেলের মাধ্যমে। মনোনীত হলে আমরা প্রকাশ করব, কিছুটা সময় লাগবে অবশ্যই, কিন্তু উপযুক্ত লেখাটি নিশ্চিতভাবে আমাদের বিভাগগুলি সমৃদ্ধ করবে।
কবি শ্রী শঙ্খ ঘোষের কবিতার লাইন ধার করে বলতে পারি— ‘আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে’… এই শপথ আগামীর, আরো ভালো কাজের, আরো অনেক দূরের পথে এগিয়ে যাবার।