প্রকাশিত হলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র জুলাই সংখ্যা। বলা যেতে পারে, জুন-জুলাই যুগ্ম সংখ্যাও। এই সময়ের মধ্যে বেঁচে থাকা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় আনাজের দাম আকাশ ছুঁয়েছে, গণতন্ত্রের উৎসবে মানুষ মরেছে বিনা দোষে, উত্তর ভারতে বন্যা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এসবের মধ্যে দিয়েই তবু আমরা হাসিমুখে থাকতে বাধ্য হই। ‘ভালো আছি’— এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে মরিয়া আমরা। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস, সর্বত্রই এই আনন্দবার্তার জয়জয়কার। ভালো থাকতে পারাটাই তো অনেক বড় ব্যাপার। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গোৎসব আর তিন মাস বাকি। সেও তো আনন্দেরই সময়। আনন্দে থাকি বা না থাকি, বহিরঙ্গে তার প্রভাব যেন না পড়ে। দিন শেষে মুখে হাসি নিয়ে ফিরতেই হয় ঘরে, বাইরে রেখে আসতে হয় সব না-পাওয়াগুলো।
আমাদের এই আন্তর্জাল পত্রিকা যদি পাঠককে আনন্দের সামান্য ভাগটুকুও দিতে পারে, আমাদের কাজ সার্থক হবে। সেই আশাতেই পাঠক, আপনাদের কাছে পৌঁছে দিলাম এই সংখ্যাটি। যাত্রা শুরু হোক।