আমাদের আত্মপ্রকাশের এক মাস পার হয়ে গেল। অসংখ্য মানুষ আমাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তাঁদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের পাশে থেকেছেন। কীভাবে আমাদের এই ওয়েব ম্যাগাজিনকে গলিপথ থেকে রাজপথের দিকে নিয়ে যাওয়া যায় তার দিশা দেখিয়েছেন। আমরা আপ্লুত। আর কী কী করলে এই পত্রিকার মান আরো বাড়ানো যায়, তার জন্য আমরা ক্রমাগত চিন্তাভাবনা করে চলেছি। তারই ফল হিসেবে এই সংখ্যায় আমরা আরো দু’টি বিভাগ যুক্ত করেছি। অনেকেই ইতিমধ্যে আমাদের পত্রিকার জন্য লেখা পাঠিয়েছেন, অনেকে লেখা পাঠানোর বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে চেয়েছেন। এই সংখ্যায় লেখা পাঠানো এবং তা প্রকাশের ব্যাপারে যাবতীয় বিস্তারিত তথ্য আমরা দিতে চেষ্টা করেছি।
পৃথিবী এখনও বিপদমুক্ত হয়নি। দিনে দিনে মারণ রোগের সংক্রমণ ক্রমশ বেলাগাম হয়ে চলেছে। তবু তারই মধ্যে নিজেদের বেঁচে থাকার উপায় হিসেবে বেরোতে হচ্ছে কাজে, না চাইলেও গা ঘেঁষাঘেঁষি করে চলতে হচ্ছে পথেঘাটে। খুলে গিয়েছে অফিস-রেস্তোঁরা-শপিং মল থেকে শুরু করে ছোটোখাটো অনেক কিছুই। জীবন আর জীবিকাকে সামলে চলতে হচ্ছে নিরুপায় হয়েই। এরই মাঝে যদি আমাদের এই ওয়েব পত্রিকার মাধ্যমে মন ভালো রাখার রসদ পৌঁছে দিতে পারি, তাহলেই আমাদের শ্রম সার্থক হবে। এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় রবিবারে আমরা আপনাদের কাছে হাজির হয়ে যাব সাহিত্যের বিবিধ সম্ভার নিয়ে। মতামত,সমালোচনা সব কিছুর জন্য অপেক্ষা করে থাকব। সবাই পাশে থাকুন, সুস্থ থাকুন।