Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

সম্পাদকীয়

রবিবার, ২৬শে কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ | Sunday, 13th November 2022

পুজোয় মুদ্রিত সংখ্যা প্রকাশিত হবার পর আমরা বিরতি নিয়েছিলাম কিছুটা। পুজো সংখ্যা যেভাবে সমাদৃত হয়েছে মানুষের কাছে, তাতে আমরা আপ্লুত। লেখক, পাঠক সবাইকে ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র তরফ থেকে অকুন্ঠ ভালোবাসা জানাই। মুদ্রিত পত্রিকার মান ও বিষয়বস্তুতে যাতে আরো বৈচিত্র আনা যায়, সে জন্য আমরা পরবর্তী পুজো সংখ্যার পরিকল্পনাও শুরু করেছি এখন থেকেই। পাশাপাশি প্রকাশ পেলো নভেম্বর মাসের অনলাইন সংখ্যাটিও। প্রতিটি নতুন বছরে্র শুরুতেই আমরা অনলাইন সংখ্যাটিকেও একদম নতুনভাবে সাজিয়ে ফেলি। আগামী বছরও তার ব্যতিক্রম হবে না। কাজ চলছে তারও।

শীতের এই অনুভূতিপ্রবণ দিনগুলোয় এগিয়ে আসছে বই, লিটল ম্যাগাজিন সংক্রান্ত বিভিন্ন মেলা। সবার সঙ্গে মেলামেশা, আড্ডা, বই-পত্রিকা নিয়ে মাঠে বসে পড়া চলতেই থাকবে। ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ও স্বপ্ন দেখে এই মেলাগুলোয় নিজস্ব একটা ঘর ও ঘরানা নিয়ে উপস্থিত থাকার। পাঠক ও গুণীজনের কাছে আমরা কৃতজ্ঞ যে তাঁরাই আমাদের এই স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আমরা সেই আগামীর দিকে তাকিয়ে।

সকলে ভালো থাকুন। নীরোগ থাকুন। অনলাইন নভেম্বর সংখ্যা আপনাদের মতামতের অপেক্ষায়…