শারদোৎসবের সূচনায় ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র পাঠক ও লেখকদের জানাই শুভেচ্ছা। প্রকাশিত হয়েছে আমাদের প্রথম মুদ্রিত পুজো সংখ্যা। এখনো অবধি পাঠক যেভাবে কাছে টেনে নিয়েছেন আমাদের মুদ্রিত সংখ্যাটিকে, আমরা আপ্লুত। পরবর্তী পুজো সংখ্যা নিয়ে ভাবার সাহস সঞ্চয় করতে পারছি। প্রতিটি অনলাইন সংখ্যাতে যেরকম বিষয় বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি বরাবর, সেভাবেই সাজানো হয়েছে মুদ্রিত সংখ্যাটিকেও। তবে আপনাদের মতামতও কাম্য। আমাদের জানান পুজো সংখ্যা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, মতামত। আমাদের মেল বা ফোন করতে পারেন আপনার সুচিন্তিত বক্তব্য জানিয়ে।
পাশাপাশি আমরা অনলাইন সংখ্যাটিকেও এই মাসে প্রকাশ করছি প্রাক-শারদ সংখ্যা হিসেবে। গত সপ্তাহে আমরা হারিয়েছি আমাদের প্রিয়জন, সদাহাস্য-মেধাবী অমিতাভ প্রহরাজকে। সেপ্টেম্বর মাসের এই অনলাইন সংখ্যাটি আমরা তাঁকেই উৎসর্গ করলাম। পুজোয় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।