সারা পৃথিবীর মতো এদেশেও এমন অনেক ভাষা ছড়িয়ে আছে সেসব ভাষার আজও কোনো নিজস্ব লিপি নেই। মানুষের মুখে মুখে ঘোরে সেসব ভাষা। শুধু তাই নয় সেসব ভাষাতেও আছে নানান মৌখিক লোকসাহিত্য। অথচ বাইরের দুনিয়ার মানুষের কাছে সে ধন ঐশ্বর্যের হদিশ নেই বললেই চলে।
আমরা চেষ্টা করব অনুবাদের মাধ্যমে আপনাদের সাথে বিভিন্ন সংখ্যায় এমন কিছু লোকসাহিত্যর পরিচয় ঘটানোর।
এই সংখ্যায় ভারতের উত্তরপূর্ব অংশের 'মিসিং জনগোষ্ঠী'-র নিজস্ব ভাষা