Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...
পর্ব ২
পর্ব ৫
গত সংখ্যার পর

গু চ্ছ ক বি তা

বিনায়ক বন্দ্যোপাধ্যায়
অগ্নি রায়
সব্যসাচী সরকার
বল্লরী সেন

ক বি তা

তিলোত্তমা বসু
সুরঞ্জন রায়
কৌশিক সেন
সুবর্ণ রায়
মধুছন্দা মিত্র ঘোষ
নীলাদ্রি দেব
ধীমান ব্রহ্মচারী
প্রতাপ হালদার

বাং লা দে শে র ক বি তা

রিমঝিম আহমেদ
মাহমুদ নোমান

ছো ট গ ল্প

রিনি গঙ্গোপাধ্যায়
sketch_1
sketch_1

Advertisement

Advertisement

Advertisement

Play Video

ভিডিওটি দেখতে ক্লিক করুন ভিডিওর ওপর।

sketch_1

ফি রে   দে খা

পিনাকী ঠাকুরের

ক বি তা

পিনাকী ঠাকুরের

গ দ্য

পিনাকী ঠাকুরের

ছ ড়া

sketch_1

স্মৃ তি র   স র ণী   বে য়ে

সুবোধ সরকার
শিবাশিস মুখোপাধ্যায়
শ্রীজাত
মহীতোষ মন্ডল
অয়ন বন্দ্যোপাধ্যায়
পলাশ দে
সৈকত ঘোষ
অরুণাভ রাহারায়
sketch_1

এ ক   ন জ রে

পিনাকী ঠাকুরের জন্ম ১৯৫৯ সালের ২২শে মার্চ হুগলি জেলার বাঁশবেড়িয়ার খামার পাড়ায়। পিতা স্বর্গীয় অমল কুমার ঠাকুর ও মাতা মীরা ঠাকুর। পিতা জড়িয়ে ছিলেন কমিউনিস্ট আন্দোলনের সাথে। মাত্র ১১বছর বয়সে তিনি হারান তাঁর বাবাকে। সদ্য কিশোর পিনাকী ঠাকুরের চোখের সামনেই নকশাল নামধারী আদর্শহীন কিছু দুর্বৃত্ত খুন করে তাঁর বাবাকে। বাবার মৃত্যুর অভিঘাত কাটিয়ে এক দিদি ও বিধবা মাকে নিয়ে শুরু হয় কিশোর পিনাকীর জীবনযুদ্ধের লড়াই। কিন্তু সেই অভিঘাত কি আদৌ কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি? পরবর্তী কালে তাঁর লেখায় বারে বারে এসে পড়েছে তা। লেখাপড়ায় বরাবরই মেধাবী এবং নিষ্ঠাবান ছিলেন তিনি। কিন্তু অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাঁকে। তিনি ডানলপ কারখানায় যোগ দেন। কিন্তু পড়াশুনায় বিরতি ছিল না। বাংলায় অনার্স নিয়ে তাঁর পড়াশুনা চলতে থাকে বঙ্গবাসী সান্ধ্য কলেজে। সেই সঙ্গে লেখালিখি। ইঞ্জিনিয়ারিং-এও ভর্তি হন তিনি। যদিও চূড়ান্ত পর্বের পরীক্ষা তাঁর আর দেওয়া হয় নি।

মেতে ওঠেন লেখালেখি নিয়ে। ১৯৭৪ সালে ‘উশীনর’  পত্রিকায় প্রথম তাঁর কবিতা প্রকাশিত হয়। দেশ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ হয় ১৯৭৯ সালে।  প্রথম বই ‘একদিন অশরীরী’  প্রকাশের পর তিনি বাংলা কবিতার জগতে  জনপ্রিয় হয়ে ওঠেন। ‘চুম্বনের ক্ষত‘ বইয়ের জন্য আনন্দ পুরস্কার প্রাপ্ত হন ২০১২ সালে। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার ও কৃত্তিবাস পুরস্কারে পুরস্কৃত হন। দীর্ঘ সময় তিনি যুক্ত ছিলেন ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার কাজে। ক্রমশ তরুণ কবিদের কাছে হয়ে ওঠেন পরম ভরসার স্থল।  সর্বমোট আঠাশটি কাব‍্যগ্রন্থ উপহার দিয়েছেন আমাদের। একদিন, অশরীরী, আমরা রইলাম, অঙ্কে যত শূন্য পেলে, হ‍্যাঁ রে, শাশ্বত, রূপ লাগি আঁখি ঝুরে, বিপজ্জনক, সাত মিনিট ঝড়, জীবন বেঁধেছি হাত বোমায়, কালো রঙের আগুন, বসন্ত মস্তান, মৌসম, শরীর কাচের টুকরো, চুম্বনের ক্ষত, নিষিদ্ধ এক গানের মতো থেকে সর্বশেষ কাব‍্যগ্রন্থ ন‍্যুড স্টাডি পর্যন্ত বাংলা কবিতার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন কবি। রয়েছে একটি ছড়ার বই ‘অঙ্কে যত ১০০ পেলে’ ও অল্প কয়েকটি উপন্যাসও। তাঁর সমস্ত প্রাণ শক্তি দিয়ে সারাটা জীবন দিয়ে তিনি শুধু কবিতার কথাই ভেবেছেন। কবিতাই  লিখে গেছেন। মাত্র ৫৯ বছর বয়সে সেরিব্রাল ম্যালেরিয়ায় ভুগে ২০১৯ সালের ৩রা জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান বাংলা ভাষার অন্যতম শক্তিমান এই কবি।

sketch_1

এই সংখ্যার জন্য আমাদের বিশেষ ভাবে ধন্যবাদ কবি সুদীপ চক্রবর্তী, ধীমান ব্রহ্মচারী এবং ‘দাঁড়াবার জায়গা’ পত্রিকাকে। ‘দাঁড়াবার জায়গা’ পত্রিকার পিনাকী ঠাকুর সংখ্যা থেকে তিনটি লেখা এখানে পুনঃপ্রকাশ করা হল। পিনাকীদাকে আমাদের বিনম্র প্রণাম।

প ছ ন্দে র   ব ই

সায়ন ভট্টাচার্য
সোম রায়চৌধুরী

কো থা য়   কি

তরুণ কবি সায়ন ভট্টাচার্য সম্পূর্ণ নিজের উদ্যোগে গড়ে তুলেছে আস্ত একটা লাইব্রেরী...
কবি বল্লরী সেনের আখ্যানধর্মী গ্রন্থ 'সহজাগানিয়া'-র আনুষ্ঠানিক প্রকাশ
বারাকপুর স্টেশন পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যার উদ্বোধন, আলোচনা ও কবিতা পাঠ

Advertisement

Advertisement

Advertisement

Advertisement