পাকিস্তানের প্রথম পেশাদার ‘মহিলা’ তবলাবাদক। ‘তবলেওয়ালি’, ‘বাজানেওয়ালি’ এমন হাজারো টিটকিরি, ঠাট্টা-তামাশাকে তুড়ি মেরে, কট্টরপন্থী মৌলবাদীদের রক্তচক্ষু অগ্রাহ্য করে তিনি ক্রমশ অপ্রতিরোধ্য, অদম্য হয়ে উঠেছেন তবলার বোলে। আজ তাঁর সেই লড়াই-এর গল্প নিয়ে
অনিতা সেন শুধু আমাদের প্রিয় দিদি মন্দাক্রান্তা সেনের মা ছিলেন না… ছিলেন একজন আদ্যন্ত সাহিত্যপ্রেমী, কবিতাপ্রেমী এবং একজন সাহিত্যকর্মীও। আমাদের প্রিয় ‘বৃষ্টিদিন’ পত্রিকা, যেখান থেকে জন্ম নিয়েছে এই সময়ের অসংখ্য শক্তিমান তরুণ কবি, তার সাথে তিনি আমৃত্যু জড়িয়ে ছিলেন ওতপ্রোতভাবে। তাঁর এই চলে যাওয়া বাংলা কবিতার কাছে চরম মর্মান্তিক। তাঁকে জানাই আমাদের ‘হ্যালো টেস্টিং’ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা।