আমরা আজ মুখোমুখি হয়েছি কবি শ্রীদর্শিনী চক্রবর্তীর। বাংলা সঙ্গীত জগতে এই মুহূর্তে শ্রীদর্শিনী চক্রবর্তী একটি পরিচিত নাম। বর্তমানে তিনি Indian Idol Academy Mumbai -এর Mentor পদে রয়েছেন। ২০১৪ তে Times Music থেকে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম সোলো অ্যালবাম ‘বৃষ্টিকথন’। ‘রাজা সাজা হল না যাদের’, ‘জ্বর জ্বর ইচ্ছেগুলি’, ‘এসো বৃষ্টি এসো নুন’ সহ তাঁর সবকটি কবিতার বইই পাঠক মহলে যথেষ্ট সমাদৃত।
কবি মন্দাক্রান্তা সেনের পছন্দের ১০টি বই।