সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট কবি শম্ভু রক্ষিত। আমরা তাঁকে নিয়ে কথা বলেছিলাম কবি সুজিত সরকারের সঙ্গে। কবির জীবদ্দশায় যাঁরা তাঁর কবিতা নিয়ে লেখালিখি করেছিলেন তাঁদের মধ্যে সুজিত সরকার অন্যতম। তাঁকে অনেক ধন্যবাদ আমাদের সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ তরুণ কবি শুভদীপ সেনশর্মাকেও।
এক তীব্র বেদনা নিয়ে আমাদের তৈরি করতে হয়েছে এই লেখাটি।
কবিতা লেখার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে তিনি তৈরি করে ফেলেছেন বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ও একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘অসুখওয়ালা’। দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর ছবিগুলি। ‘শূন্য পরিক্রমা’, ‘চুপ’, ‘সংক্রামক ব্যাধির জন্য’, ‘দুয়ো’, ‘চশমা যা দেখতে পাচ্ছে না’ সহ তাঁর সবকটি কবিতার বইই পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। আমরা আজ তাঁর মুখ থেকে শুনব তাঁর কবিতা লেখা ও ছবি তৈরির গল্প। শুনব কবিতার জগৎ ও সিনেমার জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা।