কে বলে শীতকাল ট্রামে কাটা পড়া কবির রক্তের মত জমাট? সে সব রুমানি কথা,...
কে বলে শীতকাল ট্রামে কাটা পড়া কবির রক্তের মত জমাট? সে সব রুমানি কথা,...
দু-পা, ভেবো না এতো, ঢুকে যাও কুচিকুচি কাগজ ? দেওয়ালে রয়েছে কি সূত্রের সংকেত...
হাতের মধ্যে থাকা সুতো। আর ছড়িয়ে ছিটিয়ে যাওয়া সম্পর্কেরা- আস্তে আস্তে কাছে টেনে নেব...
ইদানিং চিলের চঞ্চু দিয়ে, লিখছি কলম স্বাধীনতা লিখছি সাঁতারের মত জীবিত যুদ্ধপুরুষজানি তুমি অতীত...
পাখির ভাষায় কথা বলি চলো কুহুতে বলি খিদে, কুহুতে বলি প্রজনন কলহ বিবাদ রাখি...
পৃথিবীর সব বিপদ কেটে যাবার পর বাঘ আর হরিণ একঘাটে জল খেতে আসে আমাদের...
এই যে তুমি আমায় দেখার চেষ্টা করছো— এই যে আমি তোমায় দেখার চেষ্টা করছি—...
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, বর্ষামাস এখন ঝিনুক ভিজলেও ভেজে না বালি, কোথাও জমে নেই শ্রাবণের...
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা স্ট্রবেরির গন্ধআমার ভালো লাগেবন-ফায়ারের সামনে তোমার লাল-কালো...
তুমি ডাক শুনতে পাওনা কোনোভাবে?বিশুদ্ধ এই নাগরিক শরীর— অথর্ব, বোবা অথবা নিরুত্তাপ...
এই বিপরীতনামা দেখতে দেখতে টসে হেরে আত্মহত্যা করে দুটো ফুলযে যার মতন ডুব দিই;...
ঈশ্বরকে সামনা সামনি দেখার কোনো ইচ্ছা আমার নেই আমার ইচ্ছা সীমিত একটা শুকনো কংক্রিটের...