Hello Testing Bangla Kobita

অভিমন্যু মাহাত

উত্তরায়ন বা দক্ষিণায়নে কোনো তর্ক নাই জাগতিক সন্ধায় ডুবে রাঢ়ের সামুদ্রিক হাত আলিঙ্গনে গুটিয়ে...

শ্যামশ্রী রায় কর্মকার

দুদিন দুরাত ভেসে সান্ধ্যনগরীতে কেন এলে ডিমলাইট জ্বলে উঠছে ব্লু মাগ ক্যাফেতে বাদামি টেবিল...

সেলিম মণ্ডল

আমি কি ঘুমে পাব‍‍‍— মানুষের শরীর? আটকে থাকা ঘাসের ওপর মাড়িয়ে যাওয়া কোনো চিৎকারের...

অরুণাভ রাহারায়

সে জানে রাত্রির গুহা, স্রোতের তপস্যা জল ছাড়া কেউ বুঝি হাসি হতে পারে! সে...

পলাশ দে

কিছু একটা বলি, হিংসা দৃশ্যে ভয় লাগে ফিরতে ভয় লাগে গৃহে সঙ্গমে প্রত্যেক বার...

তানিয়া চক্রবর্তী

এ চোখ জেগে ওঠে শেষরাতে এ রাতের তলপেট দিনের বুকের মতো শান্ত, অসুখে ছেয়েছে...

অদিতি বসুরায়

রাত দেড়টার ফোনকল যারা, স্বাভাবিক মনে করে, আমি সেই দলে পড়িনি কখনও তুমি ভেবোনা,...

ঋপণ আর্য

কে থাকে এখানে আর কেই বা থাকে না দোকানপাঠ থাকে কিছুকাল খুচরো পয়সা গোনে...

শূদ্রক উপাধ্যায়

উত্তরের হাওয়ায় দুলছে একটা চোখ, এখান থেকে নদী নেমে যাওয়ার কথা বলেছিল কেউ। বৃষ্টির...

অমৃতা ভট্টাচার্য

ওরাও অপেক্ষায় থাকে আগাছার পাশে পাশে সবুজ ফাটল — জলের বিস্তার পথ সরীসৃপ লতার...

রাজীব চক্রবর্তী

তুমি তবে কতটুকু ফিরে তাকিয়েছো কোনোদিন নিজস্ব অঙ্গনে তুমি তবে কতটুকু ফিরে তাকিয়েছো কোনোদিন