চলেছি জটিল অরণ্যে তুমি সেবাদাসী ভূমিকা নেবে না? কত অতল জল কাঁচা মাটির উপর...
চলেছি জটিল অরণ্যে তুমি সেবাদাসী ভূমিকা নেবে না? কত অতল জল কাঁচা মাটির উপর...
মেঘ ভোর থেকে এত গাঢ় গলায় কথা বলছে দেখে, আমার সবুজ রথের কথা মনে...
বুকে বাজে হলুদ ফুলের জ্যোৎস্না শৈশবের মেঘ অস্থির আকাশ ঘুমের মধ্যে সহসা উতলা যুঁইফুল-
ঝরঝর করে যে জলের শব্দ আসলে রান্নাঘরের কল পাথুরে জলপ্রপাতের ইমিটেশন, মনে করিয়ে দেয়...
আমার যদি সর্বনাশ হয় সেদিন হবে তোমার ঠোঁটে যদিও জানি আমার মতো এখনো রোজ...
কোন পাখি ললাটে লিখিত? কোন বৃক্ষ প্রতিষ্ঠিত ভাগ্যের আকাশে? নিচে পড়ে তার ফল, কী...
অন্ধকার স্নানঘরে জোনাকিবিলাসিতায় মগ্ন টুটুপিসি। ঝমঝম বৃষ্টি ঝরছে টিনের চালে গুনা দিয়ে...
বুকের বাঁদিকে তখন অবিরাম যুদ্ধ সূর্যটা হেলে ছিল উত্তরের ভুলে কৃষকের ধানক্ষেতে কান্নাও রুদ্ধ...
লিখেছি বৃষ্টির কথা লিখব রৌদ্রের কথাও কথার ভিতর নীরবে যে আকাশ পেখম মেলে...
কমলবাবু আপনি জানেন, আমি কেমন গদ্য লিখতে চেয়েছিলাম? না কমলবাবু, আপনার মত না।
একটা আঙুল ছুঁয়ে কিছু বোঝা গেল আয়নায় যে সামান্য মুখ কিম্ভূত দেখাল আজ তার...
মানুষের কান্নায় পাতাল নড়ে উঠছে, দুলে উঠছে অন্তরীক্ষ, হে ব্রহ্মা বিষ্ণু হে দেবাদিদেব মহাদেব...