ক বি তা
তেঁতুল গাছতলায় পৌরাণিক ছায়া
তোমার সলাজ ঠোঁটের ভেতরে
জল খসিয়ে দেয়—
ধসিয়ে দেয় এলার্জিজনিত রাগ;
মনের একটু আরাম হয়
হাসিখুশি হয়ে গলা জড়াজড়ি করে
দুপুরবেলার ওয়ক্ত—
পুকুরের ঘাটে মুচকি হাসির ঢেউয়ে
ঝিরঝিরে জল,
পায়ের গোড়ালিতে চুমো দেয়
এক এক করে খোলে—
অলসতার পোশাক পরিচ্ছদ
দাদীর গলার সোনার চানতাঁরার কথা মনে পড়লেই,
মাজারের গিলাফ ছিঁড়ে বেরিয়ে আসে
রক্তলাল চোখের কালো মোষ !
তেড়ে আসে আমার দিকে
আসতেই থাকে,
আসতেই থাকে ফুঁসে
বাঁকা শিঙ নাড়িয়ে…
আমি বৃষ্টি ধোয়া আকাশের নীচে
ধানবীজের কাদার জমিনে
মইয়ের রশি ধরে
ফিক্ করে হাসি,
ভাপের ঘামে ভেজা
ছায়াবাজির চেহারায়।