এই বিভাগে প্রতি সংখ্যায় আমরা এমন একজনকে হাজির করব যিনি কবিতা লেখার সাথে সাথে নিজেকে বিকশিত করেছেন শিল্পের অন্য কোনো মাধ্যমেও।
এই সংখ্যায় আমাদের সাথে রয়েছেন অনুক্তা ঘোষাল। অনুক্তা কলকাতার মডেলিং জগতের একটি পরিচিত নাম। সম্প্রতি তিনি জয় করে নিয়েছেন ‘পন্ডস পুজোর নন্দিনী ২০১৯’ এবং ‘বাজার কোলকাতা সামার ফ্যাশন লুক কনটেস্ট ২০১৯’ -এর সেরার শিরোপা। এছাড়াও অংশগ্রহণ করেছেন বেশ কিছু নামকরা বিউটি কনটেস্টে। আমরা শুনব অনুক্তার কবিতা ও মডেলিং জীবনের কথা। অনুক্তার প্রকাশিত গ্রন্থটির নাম ‘কালকথা’।