ক বি তা
কিছু একটা বলি, হিংসা
দৃশ্যে ভয় লাগে ফিরতে ভয় লাগে গৃহে
সঙ্গমে প্রত্যেক বার লেপ্টে থাকে মলমূত্রকফ
নীচে হরপ্পা ওপরে পালক খসানো ওপর
কিছু বলতে পারি না, দৃশ্য
হাসি পায় জ্বর পায় দেহমোচন পায়
অসুখ সেরে ওঠার আগে প্রতিটা ঋতুর
স্খলন হয় স্খলন হয়
মিলন খুব পড়ে আছে
ফাঁকা, ফণাভর্তি চাঁদ আঁকতে আঁকতে ঝিমোয়
বাদ্যযন্ত্র ছাড়া গুনগুন করা যায়
এমন এক বোবায় তুমি হও
তুমি হয়ে ওঠো দূরের অফিস, শীতঠোঁট
বোরোলিন কিনতে গিয়ে সপ্তডিঙা ঘামে আমার
নৌকা তোমার মাসিক পুছতে পুছতে যাত্রী তুলছে