ক বি তা
কে থাকে এখানে
আর কেই বা থাকে না
দোকানপাঠ থাকে কিছুকাল
খুচরো পয়সা গোনে রাত
যেহেতু ডানা নেই অন্ধ মানুষে
জানা নেই কান্না আসলে বালিয়াড়ি
শত্রুর চেয়েও যে অধিক মারমুখী
সেই স্নেহ
হাঁটু গেড়ে বসে আছে, উনুনমুখী
চারিদিকে একঘেয়ে গোঁয়ারে পাহাড়
এলোকেশী হাসাহাসি গমগম লাগে
ভীরু পোকা বাঁশরী বাজায়
গলগল করে চাঁদ
সব জল মহাকাশ
সব তারা দংশন গিলে নেওয়া মাছ
এহেন আগলে আছি মাঠের কুহক
তুমি তার ছানি কেটে সাড়া দাও
হও হাওয়ার অধিক অকপট
চারিদিকে একঘেয়ে গোঁয়ারে পাহাড়
এলোকেশী হাসাহাসি গমগম লাগে
ভীরু পোকা বাঁশরী বাজায়