১| বাংলা বানান যেন আকাদেমি বিধি অনুযায়ী হয়।
২| লেখা শুধুমাত্র ওয়ার্ড ফাইলে ইউনিকোডের যে কোনো ফন্ট-এর মাধ্যমেই পাঠাবেন, পিডিএফ বা মেইল বডিতে নয়।
৩| পোস্টে লেখা পাঠালে ওয়েব ম্যাগাজিনের একেবারে নিচের দিকে ভারত এবং বাংলাদেশের কোন ঠিকানায় পাঠাবেন, সেই পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তাছাড়া মেইল করে তো পাঠাতেই পারেন, সেই ঠিকানাও একইসঙ্গে দেওয়া রয়েছে।
৪| গল্প সম্পূর্ণ আমন্ত্রণমূলক, তাই অনুগ্রহ করে গল্প পাঠাবেন না। আমরা সুবিধেমতো গল্প চেয়ে নেব।
৫| লেখা পাঠানোর পরে সকলকেই একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। পাঠানোর পরের মাসেই হয়তো প্রকাশ করা সম্ভব নাও হতে পারে। আমরা প্রতি মাসেই পত্রিকা আন্তর্জালে প্রকাশ করব, তাই কোনো না কোনো সংখ্যায় ঠিক লেখা প্রকাশিত হবে মনোনীত হলে। তবে মনোনয়নের সংবাদ হয়তো আলাদা করে কাউকেই জানাতে আমরা অপারগ, মার্জনা চেয়ে নিলাম সেই কারণে।