শ্র দ্ধা জ্ঞা প ন
কবি কমলেশ রাহারায়ের জন্ম অধুনা বাংলাদেশের রংপুর জেলার উলিপুর গ্রামে, ১৯৪৬ সালের ৬ই মার্চ। দেশভাগের পর পিতার হাত ধরে পাকাপাকি ভাবে চলে আসেন আলিপুরদুয়ারে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। ১৯৭১ সালে আলিপুরদুয়ার কলেজ থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক হন ও স্বাস্থ্যবিভাগে চাকরিতে যোগ দেন। তাঁর লেখালিখির শুরু ষাটের দশকে। সম্পাদনা করেছেন ‘মাদল’, ‘সাগ্নিক’, ‘শিলালিপি’ পত্রিকা । পেয়েছেন অনেক স্মারক সম্মান। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল ‘বিপরীত বসন্ত’, ‘লিনোকাটে তাপ নিচ্ছি’।
তিনি চাকরি থেকে অবসর নেন ২০০৬ সালে। যৌবনকালে তাঁর বাড়ি ছিল স্থানীয় কবিদের এক পরম আড্ডার স্থল। তাঁর সুযোগ্য পুত্র অরুণাভ রাহারায় ইতিমধ্যে বাংলা কবিতার তরুণ প্রজন্মের একটি উজ্জ্বল মুখ। অরুণাভকে আমাদের সমবেদনা। কবি কমলেশ রাহারায়কে আমাদের শ্রদ্ধা। কবির মৃত্যু নেই। তিনি অমরত্ব পান তাঁর রচনায়।