Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ভি ন দে শে । পর্ব ৯

সম্প্রতি ‘ইতিকথা পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে কবি ঈশিতা ভাদুড়ীর একটি অসাধারণ দু’ ফর্মার ভ্রমণ বিষয়ক গদ্যগ্রন্থ ‘ভিনদেশে’। একাধিক বিদেশ ভ্রমণের টুকরো অভিজ্ঞতার  কিছু অংশ তিনি তুলে ধরেছেন সেখানে। এখানে প্রতি পর্বে  আমরা জানব তাঁর তেমনই আরও কিছু দারুণ অভিজ্ঞতার কথা।

ঈ শি তা  ভা দু ড়ী

মাইন নদীর ধারে | শেষ পর্ব

আমরা পরদিন সকালবেলায় Alte Oper-এ গেলাম। এটি পুরনাে অপেরা হাউস। আমরা এমন সময়ে গিয়েছিলাম যে তখন বাড়িটিতে মেরামতির কাজ চলছে। শুধু ওই বাড়িটিতে নয়, ফ্রাঙ্কফুর্টের অধিকাংশ বাড়িতে, শুধু ফ্রাঙ্কফুর্টে নয় প্যারিসে লন্ডনে যেখানে-যেখানে গিয়েছি সব জায়গাতেই মেরামতির কাজ লক্ষ করলাম; ফলে চিন্তা এসে যায়; এই বছরটি মেরামতি বর্ষ নাকি, যেমন নারী-বর্ষ, শিশু-বর্ষ হয়! তা যাই হােক, মূল অপেরা হাউসটি এতই সুন্দর যে এটি ড্রেসডেন বা প্যারিসের অপেরা হাউসের হিংসার কারণ হতে পারে। ১৮৮০-র ২০ অক্টোবর এই অপেরা হাউসের উদ্বোধন এতই জাঁকজমক করে হয় যে অতীতের রাজ-অভিষেক অনুষ্ঠানও হার মেনে গিয়েছিল। ১৯৪৪-এর বােমাবর্ষণে এটি নষ্ট হয়ে যায়। ১৯৮১-তে পুনরায় চালু হয়। ১৯৮৭-তে একটি উন্মাদ এতে আগুন লাগায় এবং পুনর্নির্মাণ করতে তিন বছর সময় লেগেছিল। এখানে জ্যাজ ও নানারকম সঙ্গীত-অনুষ্ঠান হয়। বেসমেন্টে রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। Alte Oper-এর সামনে একটি সুন্দর পার্ক রয়েছে, সেখানে সারাদিন বাচ্চা-বুড়াে সকলের ভিড় হয়, মানুষজন রােদ পােহায়।
 
এই Alte Oper থেকে দূরে টেলি কমিউনিকেশনের মিনার দেখা যায়, সুচের মতাে সরু মাথাটিই সেখান থেকে দেখা যায়। পরে ব্যাড হ্যামবার্গ নামে একটি মফস্বল অঞ্চল থেকে ফেরার পথে ট্রেনের জানলা দিয়ে ওই মিনারের মাথা ছাড়া অন্যান্য অংশও দেখতে পেয়েছিলাম। ৩৩০ মিটার উঁচু এই টাওয়ারটি নাকি পশ্চিম জার্মানির সবচেয়ে উঁচু।
 
ফ্রাঙ্কফুর্টে বিরাট-বিরাট দোকান। একটি দোকানের চারদিকে প্রবেশপথ। আন্ডারগ্রাউন্ড স্টেশনে একটি দরজা। দোকানটিতে অ আ ক খ সবই পাওয়া বায়। আমরা জিনিস দেখতে ব্যস্ত। হঠাৎ আমরা দেখলাম, একজন মধ্যবয়সি খুবই ভদ্রজনােচিত মানুষ, ভাল জামা-কাপড়-টাই পরে মন দিয়ে সিডি ক্যাসেট দেখছিল, হঠাৎ একটি ক্যাসেট নিয়ে দরজা দিয়ে দ্রুতগতিতে হেঁটে বার হয়ে গেল সাবওয়ে স্টেশনের দিকে। আমি আর সােমা দুজনেই দেখলাম, আরও কেউ কেউ হয়তাে দেখেছিল; দোকানিরা নিশ্চয় কেউ দেখেনি, যদিও চারদিকেই ক্লোজ সার্কিট টিভি র ক্যামেরা। আমি সােমা আমরা তৃতীয় বিশ্বের মানুষ, ইউরােপীয় মানুষের এরকম আচরণে আমাদের লজ্জিত হওয়ার কথা, না, আনন্দিত হওয়ার কথা?
 
সেন্ট্রাল রেল স্টেশনের সামনে থেকে ১৯ নম্বর ট্রামে করে Messe-তে যাওয়ার পথে ট্রামে হঠাৎ শুদ্ধবাংলা কথা কানে এল, ‘আপনারা ভারতীয়?’ হঠাৎ অনেকদিন পর নিজের ভাষা শুনলে কার না ভাল লাগে! পরিচয়ে জানা গেল, তিনি বাংলাদেশি, বাংলাদেশ বিমানে কর্মরত। আমরা দুটি না-বৃদ্ধা মহিলা বিদেশে না-জানা মানুষের সঙ্গে পরিচয় থেকে আলাপে যেতে চাইনি।
 
অতএব ট্রাম থেকে নেমে আমরা আমাদের গন্তব্যে, বিরাট মেলা প্রাঙ্গণ, এখানে বিশ্ব বাণিজ্য মেলাটি হয়, এলাহি ব্যাপার, যদিও আমরা মেলার সময় যাইনি। দুপুরবেলার খা-খা রােদে মাইল-মাইল হেঁটে দেখি Messe-র এপ্রান্ত থেকে সেপ্রান্ত। Festhalle-এর যে ছবিটি আমরা দেখেছিলাম ফ্রাঙ্কফার্টে রওনা হওয়ার আগে সেটি ১৯৮৮ কি ১৯৮৯-এর—ছবির সেই বাড়িটির সঙ্গে আমাদের চোখে দেখা বাড়িটির অনেক তফাত, যদিও তখনও বাড়িটি গােল এবং যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ। এখানে সপ্তাহে দুদিন কনসার্ট ইত্যাদি হয়। এই হলটিতে নাকি বারাে হাজার মানুষ একসঙ্গে জমায়েত হতে পারে। ফ্রাঙ্কফুর্টে যাওয়ার আগে পড়েছিলাম ২৪ তলা Torhaus বাড়িটি Messe তে জাতীয় সুবর্ণ পদক পেয়েছে স্থাপত্যের জন্য। সেই বাড়িটিকে দেখার জন্যে হেঁটে হেঁটে আর কুল পাই না, শেষে বাড়িটিকে পাওয়া গেল যদিও চেহারায় আমূল বদল। সেই বাড়িটি দেখে এমনই বিভাের যে ভুল রাস্তায় হাঁটা লাগিয়েছি। ওইসব দেশে একবার ভুল রাস্তায় গেলে আর রক্ষে নেই, বিশাল নাকানি চোবানি খেয়ে তবেই ঠিক রাস্তায় ফেরা যায়। সােমা আমাকে সমানে বোঝানোর চেষ্টা করছে এটা শহরের রাস্তা নয়, ডানদিকে গেলে শহরে যাওয়া যাবে, আমরা নিশ্চয়ই অন্য কোথাও চলে যাচ্ছি। কিন্তু আমি তাে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বােদ্ধা, অতএব আমি কিছুতেই বুঝবো না। আমার বক্তব্য ছিল এই রাস্তা শুধু বাঁদিকেই যাবে কে বলল, ডাননিকেও নিশ্চয়ই যাবে। কিন্তু না, সত্যিই ওই রাস্তাটি শুধু বাঁদিকেই গিয়েছিল। সোমার কথা না শুনে ওই রাস্তা ধরে হাঁটলে সম্ভবত আমরা Bockenheim অঞ্চলে চলে যেতাম।
 
আমাদের বছর দুয়েক আগে জার্মানিতে গিয়ে রাইন নদীর বুকে বেড়ানাের স্মৃতি এমনই মধুর যে এবারে দুদিন ধরে জার্মানিতে এসেও সেই নদীর দেখা না মেলায় মনটা হু হু করে উঠল। তৃতীয় দিনেই সম্ভবত রাইনের টানে এয়ারপাের্ট ছাড়িয়ে চলে গেলাম উইসবাডেনে S৪ লাইনের ট্রেনে করে। Maing Sind স্টেশনের গায়েই আমরা রাইন আর মাইন এই দুই নদীর সংযােগ দেখতে পেলাম। উইসবাডেন থেকে ফেরার পথে অন্য লাইনের ট্রেন ধরে অন্যদিকে দিয়ে ফিরেছিলাম—সে ট্রেন যায় আমাদের জনতা এক্সপ্রেসের চেয়েও খারাপ এবং সে ট্রেনে লােক নেই বললেই চলে। পুরাে ট্রেনে সম্ভবত ১০ থেকে ১৫ জন লােক। আমাদের কম্পার্টমেন্টে আমরা দুজন, ভয়ে গা ছমছম করার অবস্থা। ফ্রাঙ্কফুর্ট শহরকে দুদিন ধরে যতটুকু দেখেছি তাতে খুব একটা নির্ভেজাল মনে হয়নি। ছড়িয়ে-ছিটিয়ে সন্দেহজনক মানুষকে বেশ ভালই দেখা যায়। সাবওয়েতে বা স্টেশনের চারপাশে বা খুব ব্যস্ত এলাকায়ও যখন ভিড় কমে যায় তখন নেশাগ্রস্ত সন্দেহজনক মানুষজন দেখা যায়। তাদেরকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
 
আমরা শুক্রবারে একটি এলাকায় গিয়েছিলাম, Hauptwache র কাছাকাছি Fressgass-এর দিকে, সেখানে প্রতি শুক্রবারে হাট বসে। বই থেকে আরম্ভ করে ছুরি কাঁচি, জামাকাপড়, খাদ্যবস্তু সবই পাওয়া যায়। হঠাৎ দেখি একটি স্টলের সামনে খুব ভিড়, বিক্রেতা গরম-গরম কী যেন ভাজছে! সােমা তীক্ষ্ণ চোখে দেখে নিয়েছে বস্তুটি আলু। আমরাও দাঁড়িয়ে গেলাম জার্মানদের সঙ্গে—নির্ভেজাল আলুর বড়া। খুবই বড়-বড়, সঙ্গে আবার আপেলের সস, জার্মান মানুষেরা দেখলাম খুবই খাদ্যরসিক!
দেখতে দেখতে আমাদের ভারতে ফেরার দিন এসে গেল, শনিবারে ফ্রাঙ্কফুর্ট থেকে রওনা হলাম। ইয়ুথ হস্টেলের সামনেই বাসস্টপ। নির্দিষ্ট সময়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ক্রমে-ক্রমে একজন দুজন করে আরও চার-পাঁচজন এসে গেল বাসস্টপে। আমাদের ঘরের দুটি মেয়ে কোরিয়া থেকে এসেছিল, ফ্রাঙ্কফুর্টে দুদিন ছিল, তারা শহরটাকে দেখেনি, মফস্বলে ঘুরে বেড়িয়েছে, প্রচুর কেনাকাটা করেছে আর ক্যাসিনোর আড্ডায় গিয়েছে। ফ্রাঙ্কফুর্ট রেল স্টেশনের বাইরে থেকে নিয়মিত বাস ছাড়ে ক্যাসিনাের আড্ডায় যাওয়ার জন্য, দুপুর থেকে মধ্যরাত অবধি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাসিনাের জায়গা মন্টি কার্লোতে গিয়েই আমরা ক্যাসিনােতে যাইনি, অতএব ফ্রাঙ্কফুর্টেও যে যাব না এ আর নতুন কথা কী! আমরা নিতান্তই বেরসিক।
 
ওই কোরিয়ার মেয়ে দুটিরও ওইদিন ফ্রাঙ্কফুর্ট থেকে চলে যাওয়ার কথা, তারা হস্টেল থেকে বার হয়ে বাসস্টপে না দাঁড়িয়ে সােজা বিপরীতদিকে হেঁটে চলে গেল। খুবই বিস্মিত হলাম, তারা স্টেশনে যাবে অথচ বাসস্টপে দাঁড়াল না, তার ওপর আবার উলটো পথে হাঁটে কেন, বিষয়টা কিরে বাবা! সে যাক গে, তাদের নিয়ে ভেবে কাজ নেই, নিজেদের বাসটা এলে হয়! আধঘণ্টার ওপর দাঁড়িয়ে আছি, বাস আর আসে না! ওসব দেশে তাে সবই ঘড়ির কাঁটা পারে। তবে? সােমা খুবই চিন্তিত। আনাদের পাশেই একটি ছেলে, ওই স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি মেয়ের সঙ্গে এমন জমিয়ে গল্প আরম্ভ করেছে, যে তার তো কোনও হুঁশই নেই। সােমা তাদের গল্প না থামিয়ে পারল না। ছেলেটির তখন হুঁশ হল, আরে ওর ট্রেনই তাে ছেড়ে গেছে। এহ বাহ্য! অতএব ট্রেন যখন ছেড়ে চলেই গেল তখন আর গল্প করতে বাধা কোথায়! সে ততোধিক উৎসাহ নিয়ে পুনরায় গল্প করতে আরম্ভ করল। দশ মিনিট পরে সে-ই আবিষ্কার করল একটি নােটিশ, সেদিন ৪৬ নম্বর বাস বন্ধ। যদিও নােটিশটি জার্মান ভাষায় লেখা এবং ওই স্টপে দাঁড়ানাে ছেলে-মেয়েরা সবাই অন্যভাষী, তবু আমরা সবাই বুঝতে পারলাম ওই নােটিশটি। আমরা, আমি বা সােমা কেউই ওই ছেলেটির মতাে দুঃসাহসী নই, আমাদের প্লেন ছেড়ে চলে গেলে আমাদের চিন্তাহীনভাবে গল্প করার সাহস নেই, অতএব আমাদের তখন মারাত্মক অবস্থা, সােমার তো উন্মাদ হওয়ার উপক্রম।
 
ততক্ষণে বুঝলাম কোরিয়ার মেয়েগুলি দোকান-ক্যাসিনাে যা-ই করুক আসলে বুদ্ধিমতী। ম্যাপ দেখে তখন আবিষ্কার করলাম আমরা উল্টোদিকে কিছুটা হাঁটলে ১৫ আর ১৬ নম্বর ট্রাম পাওয়া যাবে, সেই ট্রামে করে Muhlberg স্টেশনে গিয়ে S8 লাইনের ট্রেন ধরে এয়ারপাের্ট যাওয়া যাবে। তাে, এবার সেই ট্রামের খোঁজে রওনা হলাম। সােমা তখন এতই অস্থির যে কী করে তাকে উত্তেজনামুক্ত করব ভেবে ঠিক করতে পারছি না। একে তাে জিনিসের বােঝা, তায় পথ চিনি না। পথে এক মহিলার কাছে সােমা ট্রামের খোঁজ করল। সােমার ইংরেজি প্রশ্নের জবাবে ওই মহিলা যথারীতি জার্মান ভাষায় কথা বলে গেলেন। ভদ্রমহিলা অবশ্য আকারে-ইঙ্গিতেও বােঝানাের চেষ্টা করলেন। শেষ পর্যন্ত ট্রাম পাওয়া গেল। এবং নির্দিষ্ট স্টেশনে পৌছে সােমার তখন একগাল হাসি। এয়ারপাের্টে যথা সময়েই পৌঁছেছিলাম আমরা সেদিন।
 
সমাপ্ত 

আরও পড়ুন...